Logo
Logo
×

অন্যান্য

চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মাউশির ডিজি নেহাল আহমেদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০৪ পিএম

চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মাউশির ডিজি নেহাল আহমেদ

এক বছরের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন প্রফেসর নেহাল আহমেদ। 

বৃহস্পতিবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। 

মাউশির সদ্য সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের চাকরির মেয়াদ শেষ হয় গত ১৩ এপ্রিল। ওই দিন ঈদের ছুটির থাকার কারণে তিনি শেষ অফিস করেন ৯ এপ্রিল। এরপর মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন কলেজ ও প্রশাসন শাখার পরিচালক প্রফেসর শাহেদুল খবির চৌধুরী। অবসরে যাওয়ার ১০ দিন আগে তাকে সচিব পদমর্যাদা (গ্রেড-১) দেওয়া হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম