Logo
Logo
×

অন্যান্য

এমপির স্বজনদের ভোট থেকে বিরত থাকার ঘোষণা আইনের পরিপন্থি: ইসি আনিছুর

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৫৩ পিএম

এমপির স্বজনদের ভোট থেকে বিরত থাকার ঘোষণা আইনের পরিপন্থি: ইসি আনিছুর

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেন, ‘এমপির স্বজনদের ভোট থেকে বিরত থাকার ঘোষণা আইনের পরিপন্থি। শাসক দলের সভাপতি প্রধানমন্ত্রী ও সাধারণ সম্পাদকও বলেছেন এমপি-মন্ত্রীদের প্রভাবের বিষয়ে কিংবা তাদের আত্মীয়স্বজনের প্রার্থিতার বিষয়ে বেশকিছু নির্দেশনা দিয়েছেন। এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা কিন্তু এটা বলিনি।’

ইসি আনিছুর বলেন, ‘নির্বাচন করার অধিকার আছে প্রত্যেকেরই। যিনি ১৮ বছর বা তদূর্ধ্ব, যিনি ভোটার হয়েছেন, তাদের প্রত্যেকেরই নির্বাচন করার অধিকার আছে।’ 

এ ছাড়া নির্বাচনে কোনো অনিয়ম হলে কঠোর সিদ্ধান্ত নিতে সময় নেবেন না বলেও তিনি জানিয়েছেন। 

চট্টগ্রামে পিটিআই ভবনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বুধবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

বিভাগীয় কমিশনার মো. তোফায়েল আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিএমপি কমিশন কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, বিজিবির আঞ্চলিক কমান্ডার মো. আজিজুর রহমান, ডিজিএফআই চট্টগ্রাম শাখার অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। 

‘নির্বাচন শান্তিপূর্ণ হবে’ : টাঙ্গাইল প্রতিনিধি জানান, নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে বুধবার বিকালে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন- পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ময়মনসিংহ বিভাগীয় আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ূর রহমান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম