স্মার্ট জনগোষ্ঠী গড়ার প্রত্যয়
জন্মদিনে শ্রদ্ধা-ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ১১:১৫ পিএম
‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে’-এ প্রতিপাদ্যে বাঙালির অবিসংবাদিত নেতা স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার বিভিন্ন জেলা ও উপজেলায় স্থানীয় প্রশাসনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে বক্তারা বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস। তার আদর্শে আজকের শিশুদের যথাযোগ্যভাবে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। এর মধ্য দিয়ে আগামী দিনে স্মার্ট বাংলাদেশের স্মার্ট জনগোষ্ঠী গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :
মির্জাপুরে ইউএনও শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা। গোলাপগঞ্জে সভায় সভাপতিত্ব করেন ইউএনও আলী রাজিব মাহমুদ মিঠুন। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, মেয়র আমিনুল ইসলাম রাবেল। শেরপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছানুয়ার হোসেন ছানু এমপি। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এতে সভাপতিত্ব করেন। নান্দাইলে সভায় সভাপতিত্ব করেন ইউএনও অরুণ কৃষ্ণ পাল। বক্তব্য দেন আওয়ামী লীগের সম্পাদক আমিনুল ইসলাম শাহান। ফুলপুরে ইউএনও এবিএম আরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল। ঝালকাঠিতে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফ রুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির। বড়লেখায় ভারপ্রাপ্ত ইউএনও সানজিদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্মদ্বীপ বিশ্বাস। ধোবাউড়ায় ইউএনও নিশাত শারমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. জুবায়ের। ময়মনসিংহে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ইউসুফ আলী, রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান।
কিশোরগঞ্জে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। নড়াইলে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান সুবাস চন্দ্র বোস, সদর উপজেলার চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিল। কলমাকান্দায় সভায় ইউএনও আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম। জামালপুরে শ্রদ্ধা জানান আবুল কালাম আজাদ এমপি, জেলা প্রশাসক মো. শফিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহ। নাসিরনগরে ইউএনও মো. ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ।
ভালুকায় ইউএনও আলী নুর খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু। চুনারুঘাটে সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও মাহবুবুর রহমান মাহবুব। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। হালুয়াঘাটে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহমুদুল হক সায়েম এমপি। বক্তব্য দেন পৌর মেয়র খায়রুল আলম ভূঞা। দুমকিতে সভায় সভাপতিত্ব করেন ইউএনও অনামিকা নজরুল। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার। মঠবাড়িয়ায় সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ।
ডামুড্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, ইউএনও মোবাশ্বের আলম। ইন্দুরকানীতে ইউএনও মো. আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এম মতিউর রহমান। ঈশ্বরগঞ্জে ইউএনও আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ, মেয়র আব্দুস ছাত্তার। দুর্গাপুরে ইউএনও এম রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মোশতাক আহমেদ রুহী এমপি। কাঁঠালিয়ায় ইউএনও মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু সিকদার।
কালকিনিতে অনুষ্ঠানে বক্তব্যে দেন তাহমিমা বেগম এমপি, আওয়ামী লীগের সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন। আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত। টাঙ্গাইলে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, উপজেলা চেয়ারম্যান শাজাহান আনছারী।
ভান্ডারিয়ায় সভায় বক্তব্য দেন ইউএনও মো. ইয়াছিন আরাফাত রানা, মেয়র ফাইজুর রশিদ খসরু। কয়রায় ভারপ্রাপ্ত ইউএনও বিএম তারিক-উজ-জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মো. রশীদুজ্জামান এমপি। আমতলীতে ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএ কাদের মিয়া। হবিগঞ্জে জেলা প্রশাসক জিলুফা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মো. আবু জাহির এমপি। কাউখালীতে ইউএনও স্বজল মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা।
বামনায় ইউএনও মো. আল ইমরানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক হাসান। স্বরূপকাঠিতে ইউএনও মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তাপষ পাল। গফরগাঁওয়ে ইউএনও মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
পিরোজপুরে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সম্পাদক কানাই লাল বিশ্বাস। দেলদুয়ারে ইউএনও শাকিলা পারভীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান, ভাইস চেয়ারম্যান এস এম এহসানুল হক সুমন।
মুক্তাগাছায় ইউএনও মাহমুদা হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ নজরুল ইসলাম এমপি। সুনামগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্। রাজৈরে ইউএনও উপমা ফারিসার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম।
গলাচিপায় ইউএনও মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুহম্মদ সাহিন। খুলনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, রুনু রেজা এমপি, কেএমপির পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, রেঞ্জ ডিআইজি মঈনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। পাকুন্দিয়ায় ইউএনও মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোহরাব উদ্দিন এমপি।
মধুপুরে সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. জুবায়ের হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। ত্রিশালে সভায় প্রধান অতিথি ছিলেন এবিএম আনিছুজ্জামান এমপি। ইউএনও জুয়েল আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকার। গৌরীপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নিলুফার আনজুম পপি এমপি।
সভাপতিত্ব করেন ইউএনও মো. শাকিল আহমেদ। নাগরপুরে ইউএনও রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক। মৌলভীবাজারে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মো. মন্জুর রহমান। বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল।
পাইকগাছায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মো. রশীদুজ্জামান এমপি। ভোলায় পৃথক আলোচনা সভায় অংশ নেন জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু। বরিশালে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শওকত আলী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।