বাড়ছে এমপিদের জন্য বরাদ্দ ন্যাম ফ্ল্যাটের ভাড়া
সংসদ প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৯:৩৩ পিএম
সংসদ সদস্যদের জন্য বরাদ্দ করা ফ্ল্যাটের (ন্যাম ভবন) ভাড়া বাড়ানো হচ্ছে। মাসিক বর্তমান ভাড়া ৬০০ টাকা থেকে বাড়িয়ে বড় আয়তনেরগুলো ৩ হাজার টাকা এবং ছোটগুলো ২ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের সংসদ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। এছাড়াও বৈঠকে রাজধানী উচ্চবিদ্যালয়ে গাড়ির হাট না বসাতে এবং স্কুল কার্যক্রমের বাইরে কোনো অনুষ্ঠান করতে হলে জাতীয় সংসদের নিরাপত্তা শাখার সম্মতি নেওয়ার সুপারিশ করা হয়েছে।
সংসদ ভবন এলাকার নিরাপত্তার স্বার্থে এ সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। কমিটি ন্যাম ভবনের জমি ব্যবহার করে দ্রুততম সময়ে আন্ডারপাস নির্মাণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। এ জন্য তিন সদস্যের একটি সাবকমিটি গঠন করা হয়েছে। সাজ্জাদুল হাসানকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন- কাজী নাবিল আহমেদ ও এসএম শাহজাদা।
কমিটির সভাপতি জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এ বি তাজুল ইসলাম, আশেক উল্লাহ রফিক, কাজী নাবিল আহমেদ, খাদিজাতুল আনোয়ার, এসএম শাহজাদা, সাজ্জাদুল হাসান এবং একেএম মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
বৈঠকে জানানো হয়, ঢাকায় ন্যাম সম্মেলন অনুষ্ঠানকে কেন্দ্র করে নব্বইয়ের দশকের শেষ দিকে ন্যাম ভবন তৈরির উদ্যোগ নেওয়া হয়। মানিক মিয়া এভিনিউ, নাখালপাড়া ও মিরপুরে বেশ কয়েকটি ভবন করা হয়। আওয়ামী লীগ সরকারের ১৯৯৬-২০০১ মেয়াদে এ উদ্যোগ নেওয়া হলেও পরবর্তীতে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর বাংলাদেশে ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয়নি। ফলে ওই সম্মেলনকে কেন্দ্র করে নির্মিত ভবনগুলোতে কয়েকশ ফ্ল্যাট অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। পরে মিরপুরের ফ্ল্যাটগুলো সরকারি কর্মকর্তাদের আবাসনে এবং মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়ার ফ্ল্যাটগুলো সংসদ-সদস্যদের বসবাসের জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়।
জানা গেছে, বিএনপি-জামায়াত জোট সরকারের মেয়াদের মাঝামাঝি সময় এসব ভবনের ফ্ল্যাটগুলো নামমাত্র ভাড়ায় সংসদ-সদস্যদের অনুক‚লে বরাদ্দ দেওয়ার সুপারিশ করা হয়। এক্ষেত্রে সংসদ-সদস্য ভবনের দক্ষিণ দিকে মানিক মিয়া এভিনিউর প্রতিটি ফ্ল্যাটের মাসের ভাড়া নির্ধারণ করা হয় মাসে ৬০০ টাকা। বরাদ্দের ক্ষেত্রে ঢাকা শহরে নিজের ফ্ল্যাট বা বাড়ি নেই এমন সংসদ-সদস্যদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়। অবশ্য ঢাকায় ফ্ল্যাট রয়েছে এমন অনেক সদস্যও এসব ভবনের ফ্ল্যাট বরাদ্দ পেয়ে থাকেন।
নাখালপাড়ায় ন্যাম ভবনের ফ্ল্যাটগুলোর বর্তমান ভাড়া ১২০০ টাকা। সংসদ কমিটির পক্ষ থেকে এসব ফ্ল্যাটের ভাড়া বিদ্যমান ১২০০ টাকা বহাল রাখার সুপারিশ করা হয়েছে। অপরদিকে মানিক মিয়া এভিনিউর দক্ষিণ পাশে অবস্থিত ছয়টি ভবনের মধ্যে ১, ২ ও ৩ নম্বর ভবনের প্রতিটি ফ্ল্যাটের আয়তন ১ হাজার ২৫০ বর্গফুট এবং ৪, ৫ ও ৬ নম্বর ভবনের ফ্ল্যাটগুলোর আয়তন ১ হাজার ৮৫০ বর্গফুট। এর মধ্যে ছোটগুলো ৪০০ টাকা ও বড়গুলোর বর্তমান ভাড়া মাসে ৬০০ টাকা। নতুন সুপারিশে বড় ফ্ল্যাটগুলোর ভাড়া ৩০০০ টাকা ও ছোটগুলোর ভাড়া ২০০০ টাকা করার কথা বলা হয়েছে।