মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার দাবিতে সোমবার বিভিন্ন স্থানে র্যালি ও সমাবেশ হয়েছে। ও এ সময় ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :
বরিশালে রমজানকে স্বাগত জানিয়ে নগরীতে র্যালি করেছে বরিশাল সিটি করপোরেশন। এতে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র জিয়াউর রহমান বিপ্লব, প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন, কাউন্সিলর ফিরোজ আহমেদ, খায়রুল মামুন, হুমায়ুন কবির, সৈয়দ হুমায়ুন কবির লিংকু, সৈয়দ শামসুদ্দোহা প্রমুখ। নেত্রকোনায় রমজানের পবিত্রতা রক্ষা ও ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। সংগঠনের আহ্বায়ক গাজী মুহাম্মাদ আবদুর রহীমের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন আবু সাইম খান, মুফতি নুরুল ইসলাম হাকিমী, মোস্তফা আহমাদ জীহাদী, আহমাদ বীন আব্দুল খালেক প্রমুখ। জলঢাকায় র্যালি করেছে আল আকসা মডেল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা অধ্যক্ষ ওয়াহেদুজ্জামান বাবলু, উপাধ্যক্ষ হাসানুর রহমান, মাদ্রাসার পরিচালক মমিনুর রহমান ও একরামুল হক। শেরপুরে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে র্যালি করা হয়েছে। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ। এ সময় আরও ছিলেন জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এসএম মোহাইমিনুল ইসলাম, তেরাবাজার জামিয়া সিদ্ধিকিয়া মাদ্রাসার মোহতামিম সিদ্দিক আহাম্মদ ও শেরপুর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখ। জুড়ীতে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে জুড়ীতে মিছিল করেছে আনজুমানে তালামীযে ইসলামীয়া। এ সময় বক্তব্য দেন উপজেলা তালামীযের সভাপতি এমরান হোসেন, সম্পাদক সামাদ পারভেজ, সাবেক সভাপতি মকসুদ জুনেদ, জাহাঙ্গীর আলম সরকার, বেলাল আহমদ, ফয়জুল ইসলাম, জামাদুল ইসলাম প্রমুখ।