ব্লেন্ডেড লার্নিংয়ের কর্মপরিকল্পনা নিয়ে গোলটেবিল বৈঠক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ০৯:৩১ পিএম
বাংলাদেশে ব্লেন্ডেড লার্নিংয়ের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানে একটি হোটেলে সোমবার ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম চলপড়ি’র উদ্যোগে আয়োজিত এ বৈঠকে অংশ নেন বিভিন্ন এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রযুক্তি বিশেষজ্ঞ ও সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
‘স্কেলিং ব্লেন্ডেড লার্নিং ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক বৈঠকটিতে সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী এবং চলপড়ি’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জেরীন মাহমুদ হোসেন।
অনুষ্ঠানে হাটহাজারী উপজেলার ৫৬টি স্কুলে ব্লেন্ডেড লার্নিং-এর ওপর চলপড়ি’র পরিচালিত প্রকল্পের ফলাফল তুলে ধরা হয়। সেখানে দেখা যায়, শিক্ষার্থীদের গণিত ও ইংরেজির ফলাফল এবং ক্লাসে অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে।
প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিশুর মাঝে মানসম্পন্ন ও আনন্দদায়ক শিক্ষা উপকরণ পৌঁছে দিতে ২০২০ সাল থেকে কাজ করছে চলপড়ি।