Logo
Logo
×

অন্যান্য

এখন তথ্যই শক্তি: বিআরটিএ চেয়ারম্যান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ০৯:৪৯ পিএম

এখন তথ্যই শক্তি: বিআরটিএ চেয়ারম্যান

সরকারি-বেসরকারি উদ্যোগে দেশের সড়ক দুর্ঘটনার যথাযথ তথ্য সংগ্রহ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

তিনি বলেছেন, সড়কে দুর্ঘটনার তথ্য-উপাত্ত সঠিকভাবে সংগ্রহ করতে হবে। এখন তথ্যই শক্তি। যেসব স্বেচ্ছাসেবী এই তথ্য সংগ্রহ করবেন তারা দেশের জন্য ভালো কাজই করবেন। তারা মানুষের কাছে পুরস্কৃত হবেন। কোনো ভালো কাজের একটা সন্তুষ্টি থাকে। স্বল্প জনবলসহ নানান সংকট থাকার পরও বিআরটিএ সমাজের সব স্তরের মানুষের সেবা দেওয়ার জন্য কাজ করছে। 

রোড সেফটি অ্যালায়েন্স ও একক আত্মমানবিক উন্নয়ন সংস্থার উদ্যোগে সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ বিষয়ক প্রাক ধারণা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান এসব কথা বলেন। 

শনিবার সকালে ঢাকার পূর্বাচল ড্রাইভার্স ট্রেনিং সেন্টার ডিটিসির মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। তাতে দুই শতাধিক তথ্য সংগ্রহকারী অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ পরিচালক (অপারেশন) লোকমান হোসেন মোল্লা। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক পার্থ সারথি দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোড সেফটি অ্যালায়েন্স বাংলাদেশের পরিচালক নুর আলম, আবদুল ওয়াহেদ, খান মোহাম্মদ বাবুল, এমএম মাহবুব হাসান, আনোয়ার হোসেন আনু, বিআরটিএ’র সাবেক তথ্য বিশ্লেষক আবু বকর সিদ্দিকসহ আরও অনেকে। 

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল ড্রাইভার্স ট্রেনিং সেন্টার (ডিটিসি)। অনুষ্ঠানে সভাপত্বি করেন রোড সেফটি অ্যালায়েন্সের চেয়ারম্যান নূর নবী শিমূ। অনুষ্ঠানের কর্মশালা পর্ব পরিচালনা করেন রোড সেফটি অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক কাজী আতাইয়া।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম