Logo
Logo
×

অন্যান্য

কর্মদক্ষতায় নারীরা অগ্রসরমান: সাইফুল আলম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ১০:২০ পিএম

কর্মদক্ষতায় নারীরা অগ্রসরমান: সাইফুল আলম

যুগান্তর সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম বলেছেন, সব ক্ষেত্রে কর্মদক্ষতায় নারীরা অগ্রসরমান। 

জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস) আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

আন্তর্জাতিক নারী দিবস ও বানাসাস’র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে এদিন ৭ আলোকিত নারীকে সম্মাননা দেওয়া হয়। 

সাইফুল আলম বলেন, সমাজের সব ক্ষেত্রে নারীদের অগ্রগতি হয়েছে। এমনকি যারা গণমাধ্যমে কাজ করছে- ওইসব নারীকর্মী সততা, প্রজ্ঞা, নিষ্ঠা ও শ্রম দেওয়াসহ অনেক ক্ষেত্রে ছেলেদের ছাড়িয়ে গেছে। তারা গণমাধ্যমকে অনেকদূর নিয়ে যাবে। সাংবাদিকতার ক্ষেত্রে ছেলেদের হয়তো কিছু বিচ্যুতি আছে, নারীদের মধ্যে ততটা দেখা যায় না। এটা তাদের বড় অর্জন।

যুগান্তর সম্পাদক আরও বলেন, আমাদের সংবিধানের দুটি অনুচ্ছেদে নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ সুনির্দিষ্টভাবে উলে­খ করা আছে। এটিকে বাস্তবায়ন করতে হবে এবং নারীর ক্ষমতায়নের জন্য আরও কাজ করতে হবে। এজন্য রাজনৈতিক সদিচ্ছা ও সিদ্ধান্তের প্রয়োজন।

বানাসাস সভাপতি নাসিমা আক্তার সোমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভূইয়া ও আশরাফ আলী। বক্তৃতা করেন বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য উম্মুল ওয়ারা সুইটি, বানাসাস’র সহ-সভাপতি কারনিনা খন্দকার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হালিমা খাতুন, সাংবাদিক নেত্রী সাজেদা হক, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সভাপতি জহিরুল ইসলাম, সাংবাদিক নেতা রাগিবুল রেজা ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তরা হলেন- সংগীতে ফাতেমা তুজ জোহরা, টিভি অভিনয়ে গোলাম ফরিদা ছন্দা, রন্ধন শিল্পী শামসুন্নাহার আহম্মেদ মিতা, নারী উদ্যোক্তা রোকছানা পারভীন দীপু, সাংবাদিকতায় রোজিনা ইসলাম, চলচ্চিত্র অভিনয়ে নিপুন আক্তার ও চিকিৎসাসেবায় ডা. আয়শা আক্তার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম