নৌযান শ্রমিকদের ঘোষণা
১১ দফা আদায় না হলে লাগাতার কর্মবিরতি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ১০:৪৫ পিএম
সোমবারের মধ্যে দাবি আদায় না হলে ওইদিন মধ্যরাত থেকে সারা দেশে সব ধরনের নৌযানে লাগাতার কর্মবিরতি পালন করা হবে। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা।
ফেডারেশনের সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে সম্মেলনে লিখিত বত্তৃদ্ধতা পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। উপস্থিত ছিলেন সহসভাপতি আবুল কাশেম মাস্টার, বাহারুল ইসলাম বাহার, যুগ্ম-সম্পাদক মো. নবী আলম মাস্টার, প্রকাশ দত্ত, সাংগঠনিক সম্পাদক খন্দকার কায়েমুল ইসলাম মাস্টার, অর্থ সম্পাদক একেএম হাবিবুল্লাহ বাহার, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান, সহসভাপতি তালেমুল্লা ফকির, সাধারণ সম্পাদক আফসার চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন মাস্টার, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আবু সাঈদ ড্রাইভার প্রমুখ।
লিখিত বক্তৃতায় চৌধুরী আশিকুল আলম বলেন, নৌ শ্রমিক ও শিল্প রক্ষায় ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে পণ্য, তেল, বালু ও যাত্রীবাহীসহ সব ধরনের নৌযানে কর্মরত শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে।