Logo
Logo
×

অন্যান্য

ঈদযাত্রায় ট্রেন ও বগি বাড়ানো হবে: মন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ০৫:২৩ পিএম

ঈদযাত্রায় ট্রেন ও বগি বাড়ানো হবে: মন্ত্রী

ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে ট্রেন ও বগি বাড়ানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। সেই সঙ্গে অনলাইনের পাশাপাশি স্টেশন থেকেও যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন বলেও জানান তিনি।

শুক্রবার সকালে ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নেমে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা জানান। 

রেলমন্ত্রী বলেন, দেশের যে রেলওয়ে স্টেশনগুলো বন্ধ আছে, সেগুলোও চালু করা হবে। এরই মধ্যে স্টেশনমাস্টারের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দ্রুত স্টেশনমাস্টার নিয়োগ প্রক্রিয়া শেষে বন্ধ থাকা স্টেশনগুলো চালু করা হবে। 

রাজবাড়ী জেলা প্রশাসক (ডিসি) আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম