Logo
Logo
×

অন্যান্য

১০ম গ্রেড চান মেডিকেল টেকনোলজিস্টরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৫ পিএম

১০ম গ্রেড চান মেডিকেল টেকনোলজিস্টরা

সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্টরা এবার ১০ম গ্রেড দেওয়ার দাবি করেছেন। তারা বলেছেন, দশম গ্রেড দেওয়ার পাশাপাশি সে অনুযায়ী বেতন-ভাতা বৃদ্ধির আশ্বাস দিলেও এক দশকে তা বাস্তবায়ন হয়নি। অথচ স্বাস্থ্যসেবায় নিয়োজিত মেডিকেল টেকনোলজিস্ট ছাড়া অন্য সব বিষয়ে ডিপ্লোমা পেশাজীবীদের ১০ম গ্রেড বাস্তবায়ন করা হয়েছে।

সম্প্রতি মেডিকেল টেকনোলজিস্ট হিসাবে নিয়োগপ্রাপ্তদের সংগঠন ‘রণভেরী-২০২৪’র উদ্যোগে রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভস মিলনায়তনে আয়োজিত ‘স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদজ্ঞাপন’ অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।

মেডিকেল টেকনোলজিস্টরা বলেন, মেডিকেল টেকনোলজি কোর্সটি চার বছর মেয়াদি না হওয়ার বিষয়টি এর প্রধান বাধা হিসাবে ছিল। এখন আর সেটা নেই। বর্তমানে মেডিকেল টেকনোলজি কোর্সটি চার বছর মেয়াদি। স্বাস্থ্যসেবার উন্নয়নে মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেড প্রদান এখন সময়ের দাবি।

তারা বলেন, করোনা মহামারির সম্মুখযোদ্ধা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থায় যে কোনো পরিস্থিতিতে চিকিৎসক, নার্সদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্টরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রোগীদের সেবা দিয়েছেন। তাদের চাকরি ১০ম গ্রেডে উন্নীত করা হলে স্বাস্থ্যসেবার মান আরও বাড়বে।

আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক উত্তম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (অর্থ) অধ্যাপক ডা. রুহুল ফুরকান সিদ্দিক, স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী সচিব মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সাবেক ডেপুটি চিফ মো. বজলুর রহমান ও ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম