Logo
Logo
×

অন্যান্য

স্বজন সমাবেশের একুশে ফেব্রুয়ারি পালন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৭ এএম

স্বজন সমাবেশের একুশে ফেব্রুয়ারি পালন

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বুধবার বিভিন্ন স্থানে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে যুগান্তর স্বজন সমাবেশ। এদিকে পাবনার সুজানগরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর :

ময়মনসিংহের গফরগাঁওয়ে ভাষা শহিদদের শ্রদ্ধা নিবেদন করেছে যুগান্তর স্বজন সমাবেশ। এ উপলক্ষ্যে মঙ্গলবার রাতে ধামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্বজনরা। এ সময় উপস্থিত ছিলেন যুগান্তর স্বজন উপদেষ্টা সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, স্বজন সমাবেশ গফরগাঁও উপজেলা শাখার সভাপতি ঢালী জুবায়ের ইবনে শামস্, স্বজন সিহাব ঢালী, তাসনিম ঢালী, আরাফাত, তন্ময়, মাহফুজ প্রমুখ।

রাজবাড়ীর গোয়ালন্দে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা শামীম শেখ, স্বজন সমাবেশের সভাপতি আতাউর রহমান মন্জু, সহসভাপতি শফিউল্লাহ মণ্ডল, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, নাট্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, সাহিত্যবিষয়ক সম্পাদক সুজিত কুমার, স্বজন সাধন কুমার সাহা, খুদে স্বজন আরাফ শেখ প্রমুখ।

মুক্তাগাছায় দিনের শুরুতে ভাষা শহিদদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন শেষে শিশু-কিশোর পাঠচক্র ও স্বজনের যৌথ আয়োজনে স্বজন সভাপতি সাইফুজ্জামান দুদুর সভাপতিত্বে উপজেলার গণি সরকার মেমোরিয়াল হলরুমে বুধবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন ভাষাসৈনিক প্রয়াত খালেক আল আজাদের ছেলে হারুন আল আজাদ, স্বজন সভাপতি ফাইফুজ্জামান দুদু, শিল্পী মো. মওদুদ আহমেদ রাকিব, স্বজন রেশমা আক্তার চৈতী ও রাবেয়া আক্তার ইতি। এ সময় স্বজন সভাপতি সাইফুজ্জামান দুদু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আসাদ মানিক, সহসভাপতি ফরিদ আহমেদ বাচ্চু ও মোর্শেদ রাসেল, ক্রীড়া ও নাট্য সম্পাদক বজলুর রশিদ, উপদেষ্টা সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষ করার আগে দুপুরে দোয়া ও মিলাদ মাহফিল এবং শিশুদের মাঝে বই বিতরণ করা হয়।

সিরাজগঞ্জের শাহজাদপুরে যুগান্তর স্বজন সমাবেশ, নাট্য সংগঠন পূরবী থিয়েটার, শিশু সংগঠন ভোর হলো ও রংধনু মডেল স্কুল যৌথভাবে দিবসটি পালন করে। রংধনু মডেল স্কুল মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউএনও মো. কামরুজ্জামান, শাহজাদপুর সরকারি কলেজ স্বজন সমাবেশের সভাপতি সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক শাহবাজ খান সানি, বিশিষ্ট লেখক ও সুইডেন প্রবাসী শফিকুল ইসলাম, পূরবী থিয়েটারের সভাপতি কবি মমতাজ উদ্দিন শেখ, কবি ম জাহান। এতে  সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি ও রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন। পাবনার সুজানগরে নতুন প্রজন্মকে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করতে স্বজন সমাবেশের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বুধবার রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সুজানগর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি অধ্যক্ষ নাদের হোসেনের সভাপতিত্বে এবং যুগান্তরের উপজেলা প্রতিনিধি ও সুজানগর স্বজন সমাবেশের উপদেষ্টা এমএ আলিম রিপনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও সুখময় সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ও থানার ওসি জালাল উদ্দিন। অনুষ্ঠানে মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহে আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, নির্বাচন কর্মকর্তা আবুল কালাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মুশতাক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, অধ্যক্ষ আলমগীর হোসেন, অধ্যক্ষ শাহজাহান আলী মণ্ডল, প্রধান শিক্ষক মনসুর আলী, প্রধান শিক্ষক শাহনাজ বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। রচনা প্রতিযোগিতায় সুজানগর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী নুরজাহান আক্তার প্রথম, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী কুমারী তিথি রানী দ্বিতীয় এবং মোছা. রিনতি আক্তার তৃতীয় স্থান অধিকার করে। শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মহান একুশে ফেব্র“য়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। শপথবাক্য পাঠ করান গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা স্বজন সদস্য মো. শফিকুল ইসলাম মিন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মো. মাহবুব আহমেদ মানিক, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, মহিলা পরিষদের সভাপতি নাদিরা জামান পান্না, পৌরসভার কাউন্সিলর রোজিনা আক্তার মিতু, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজন দাস, সহকারী শিক্ষক মহসিন হোসেন, মাহমুদা আক্তার রিপা, ইসরাত জাহান লাকী, মাহমুদা আক্তার লিপি, নার্গিস আক্তার, হাসনাত জাহান, বিএনসিসির সাবেক সার্জেন্ট রাজিব আহমেদ, উপজেলা স্বজন সমাবেশের সহ-সভাপতি শামীমা খানম মীনা, রমজান আলী মুক্তি, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, মহিলাবিষয়ক সম্পাদিকা সুমনা সফিনাজ লাবণী, কবি অনামিকা সরকার, রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া, কলেজ স্বজনের সাংগঠনিক সম্পাদক রমজানুর রহমান নাজিম, স্বজন আব্দুস সালাম, সাইফ আহমেদ, শামীম আনোয়ার, বাপ্পী আহমেদ, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি, তায়্যিবা জামান রায়না, রোদেলা প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দিবসের প্রথম প্রহরে শহিদ বেদিতে উপজেলা শাখা স্বজনের শ্রদ্ধাঞ্জলির সময় উপস্থিত ছিলেন যুগান্তরের উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের প্রধান সমন্বয়ক এসএম কামরুল হাসান শান্ত। আরও উপস্থিত ছিলেন স্বজনের সভাপতি মোহাম্মদ সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল, সহ-সভাপতি মো. মাহিদুল ইসলাম, মো. দুলার আহমেদ, যুগ্ম সম্পাদক সাদ্দাম দেওয়ান, দপ্তর সম্পাদক শ্যামল সরকার নিলয়, কোষাধ্যক্ষ আব্দুল হামিদ, ক্রীড়া সম্পাদক আল আমিন জয়, মহিলাবিষয়ক সম্পাদক তানিয়া সিদ্দিক, সদস্য আজিজুল ইসলাম আসলাম, হালিমা চৌধুরী, হীরা আহমেদ জাকির, গোলাম কিবরিয়া প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম