Logo
Logo
×

অন্যান্য

ক্যানসার চিকিৎসা সহজলভ্য করতে হবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০০ পিএম

ক্যানসার চিকিৎসা সহজলভ্য করতে হবে

প্রতি বছর দেশে ৮ থেকে ১০ হাজার বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টের (অস্থিমজ্জা প্রতিস্থাপন) চাহিদা থাকলেও তা ২ থেকে ৩শর বেশি করা যাচ্ছে না। কারণ দক্ষ চিকিৎসক ও ল্যাবসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদির স্বল্পতা। তাছাড়া অধিকাংশ ওষুধও আমদানির ওপর নির্ভরশীল। 

সরকারি, বেসরকারি ও প্রাইভেট খাতের সমন্বয় সাধন করা গেলে অল্প খরচে ক্যানসার চিকিৎসা সম্ভব। ২০৫০ সাল নাগাদ বর্তমান রোগীর কয়েকগুণ হবে। তাই রোগীদের জন্য ক্যানসার চিকিৎসা সহজলভ্য করতে হবে।

রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষ্যে ঢাকার এভারকেয়ার হসপিটাল আয়োজিত ক্যানসার সচেতনতামূলক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। 

বৈঠকে সমাজের বিভিন্ন স্তরের বিশেষজ্ঞরা একত্রিত হয়ে ক্যানসার সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে মতবিনিময় ও আলোচনা করে এবং মতামত ব্যক্ত করেন। এবারের বিশ্ব ক্যানসার দিবসের স্লোগান ছিল- ‘ক্লোজ দ্য কেয়ার গ্যাপ’। 

ওই হাসপাতালের মেডিকেল সার্ভিসেসের পরিচালক ডা. আরিফ মাহমুদ সভাপতিত্বে ও ডা. তানিয়া রহমানের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। 

বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. আহমেদুল কবীর, ক্যানসার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দীন ফারুক, বাংলাদেশ সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের সভাপতি প্রফেসর ডা. কাজী মুশতাক হোসেন, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ব্রি. জে. (অব.) ডা. একে মো. মোস্তফা আবেদিন প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম