Logo
Logo
×

অন্যান্য

পরিবেশের মানোন্নয়নে সবাইকে কাজ করতে হবে: মন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩২ পিএম

পরিবেশের মানোন্নয়নে সবাইকে কাজ করতে হবে: মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশ রক্ষায় কেবল সরকারের ওপর নির্ভরশীল হলে চলবে না। পরিবেশের মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং এর অধীন বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্ট (বিসিসিটি) ফান্ডের অর্থায়নের ক্ষেত্রে গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব  দেওয়া হবে। 

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের জ্যেষ্ঠ গবেষক ড. মোহাম্মদ মাজহারুল ইসলামের ‘আইকেমই গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৩’ অর্জন নিয়ে অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির (ইউসেট) বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ শনিবার অনুষ্ঠানের আয়োজন করে।

ইউসেটের পেট্রন ডক্টর কাজী খলীকুজ্জামান আহমদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- ইউসেটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো ফজলুল হক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ড. এম আসাদুজ্জামান এবং বুদ্ধিজীবী ও কলামিস্ট ড. মোনায়েম সরকার প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম