Logo
Logo
×

অন্যান্য

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া সমাধান অসম্ভব: রাষ্ট্রদূত রামাদান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৪ পিএম

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া সমাধান অসম্ভব: রাষ্ট্রদূত রামাদান

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধান অসম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। 

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ডিকাব সভাপতি নুরুল ইসলাম হাসিব, সাধারণ সম্পাদক আশিকুর রহমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

ইউসেফ রামাদান বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সঠিক উদ্যোগ নিলে ২-৩ বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হতো। জো বাইডেনের ওয়াদা ভঙ্গের কারণেই গত বছরের ৭ অক্টোবরের মতো ঘটনা ঘটেছে।’

ফিলিস্তিনিরা শুধু শান্তিতে নিজেদের জায়গায় থাকতে চায় জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আইসিজে ফিলিস্তিনের এই ঘটনাকে পরোক্ষভাবে গণহত্যার কথা বললেও এটি সরাসরি গণহত্যা। তাই ফিলিস্তিনিদের এই যুদ্ধে মুসলিম বিশ্বকে পাশে থাকতে হবে।’

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘নিজের রাষ্ট্র না থাকা, আবার থাকার পর সেখানে যেতে না পারা, সবচেয়ে বেদনার। আমি নিজ দেশে যেতে পারছি না। স্বাধীন ফিলিস্তিনে যেতে না পারলে বাংলাদেশেই থেকে যাব।’

ফিলিস্তিনের প্রতি ব্রিটেনের স্বীকৃতির বিষয়ে রামাদান বলেন, ‘এটি একটি শুভ উদ্যোগ। তবে ফিলিস্তিনের মানুষের প্রতি সহানুভূতি থেকে তারা এই স্বীকৃতি দিচ্ছে না। বরং তারা বৈশ্বিক সমর্থন হারাচ্ছে বলে এখন স্বীকৃতি দিতে চাচ্ছে। ভুলে গেলে চলবে না, ব্রিটিশদের কারণেই আমাদের এ করুণ পরিণতি হয়েছে। ৭৫ বছর ধরে তারা নিশ্চুপ ছিল।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম