Logo
Logo
×

অন্যান্য

সাধারণের ক্রয় ক্ষমতায় থাকবে নিত্যপণ্য: বাণিজ্য প্রতিমন্ত্রী

Icon

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ১১:০৩ পিএম

সাধারণের ক্রয় ক্ষমতায় থাকবে নিত্যপণ্য: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, সমন্বিত উদ্যোগে দেশের বাজার ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে নিত্যপণ্য। আমাদের নির্বাচনি ইশতেহারে প্রথমেই ছিল দ্রব্যমূল্যকে যৌক্তিক পর্যায়ে রাখা। আমরা সেটা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। শনিবার দুপুরে নাগরপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক নাগরিক সংর্বধনায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, টিসিবি কার্ডের মাধ্যমে রমজানে এক কোটি পরিবারকে খাদ্যপণ্য সরবরাহ করা হবে। শুধু রমজানেই নয়, বছরের বারো মাসই সাধারণ মানুষের মাঝে টিসিবি কার্ডের মাধ্যমে খাদ্যপণ্য সরবারহ করা হবে। তিনি বলেন, পণ্যের সরবরাহ যদি পর্যাপ্ত থাকে, তবে কোনো সিন্ডিকেট খাদ্যপণ্য মজুত করতে পারবে না। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপত্বিতে নাগরিক সংবর্ধনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সন্ধ্যানী লাইফ ইনসুরেন্স কোম্পানির চেয়ারম্যান মুজিবুল ইসলাম পান্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান আনিস, নাগরপুর থানার ওসি এইচএম জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুর ইসলাম শাহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফজলুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহসানুল কবীর মুকুল, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক প্রমুখ।

স্মার্ট বাজার ব্যবস্থাপনা চালু করতে হবে : দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, বিকাল ৫টায় দেলদুয়ার উপজেলা অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে নিত্যপণ্য পৌঁছানো নিশ্চিত করতে আমাদের স্মার্ট বাজার ব্যবস্থাপনা চালু করতে হবে। তিনি বলেন, তেল, চিনি, আটা, চাল, খেজুর এসব পণ্য আমাদের যথেষ্ট মজুত রয়েছে। আগামী ৩ মাসে নিত্যপণ্যের কোনো সংকট হবে না। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা পারভীনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বাবলু প্রমুখ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম