Logo
Logo
×

অন্যান্য

সাত দিনের মধ্যে একশ দিনের পরিকল্পনা দিতে চান মন্ত্রী সাবের হোসেন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৫:১৪ পিএম

সাত দিনের মধ্যে একশ দিনের পরিকল্পনা দিতে চান মন্ত্রী সাবের হোসেন

আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পাওয়া সাবের হোসেন চৌধুরী জানিয়েছেন, তিনি আগামী সাত দিনের মধ্যে একশ দিনের পরিকল্পনা দিতে চান।

সাবের হোসেন চৌধুরী আজ (রোববার) প্রথম তার দপ্তরে যান। সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান।

সাবের হোসেন চৌধুরী বলেন, ‘আমাদের নির্বাচনি ইশতেহার পূরণ করব। নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত মনিটরিং করা হবে। কাজের জন্য কোনো কাঠামো বদলের দরকার হলে সেটা করতে হবে। আমাদের কাজের সঙ্গে যা দরকার সেটা করব।’

তিনি বলেন, ‘আমরা চাই এটা যাতে এক নম্বর মন্ত্রণালয় হয়। আমার পক্ষ থেকে আইনের প্রতি শতভাগ স্বচ্ছতার সঙ্গে সিদ্ধান্ত নেব। মিডিয়ার সঙ্গে সমন্বয় করে কাজ করব।’

এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে দৃঢ়তার সঙ্গে মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, ‘বায়ু দূষণ প্রতিরোধ করতে হবে। বন সংরক্ষণ করতে হবে। টেকসই উন্নয়নের জন্যই পরিবেশ রক্ষা করতে হবে। এখানে দুর্নীতি বা অনিয়ম প্রশ্রয় দেব না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই অগ্রগতিকে টেকসই করতে হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম