জাতীয় পার্টির উৎসবমুখর নির্বাচনি প্রচার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:০০ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা উৎসবমুখরভাবে বিভিন্ন স্থানে শনিবার প্রচার চালিয়েছেন। প্রার্থীরা নিজের প্রতীকে ভোট পেতে ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্র“তি। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর :
জামালপুর-২ (ইসলামপুর) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর সমর্থনে বিশাল নির্বাচনি জনসভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তফা আল মাহমুদ। উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুর রহমান, নোয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাদল, উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি ফেরদৌসুর রহমান সরকার, সম্পাদক জিল্লুর রহমান বিপু।
শরীয়তপুর-৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হান্নান ডামুড্যায় লাঙ্গল মার্কায় ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। তার সঙ্গে ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু সালে আহমেদ, জাতীয় পার্টির নেতা আবুল হাসেম, জসিম উকিল, মো. শাহীন শেখ, মোকলেছুর রহমান, মিল্টন উকিল, সাহাবুদ্দিন ডাকুয়া। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী ইউসুফ আসগর বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর বড় মসজিদ প্রাঙ্গণে উঠান বৈঠক করেছেন। সমাজসেবক দেওয়ান মোজ্জামেল হকের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহসভাপতি ওমর ফারুক, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এরশাদ হোসেন, বড়শালঘর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ওয়াদুদ সরকার, সম্পাদক দেওয়ান আতিকুর রহমান, উপজেলা যুবসংহতির সাধারণ সম্পাদক জয়নাল হোসেন পিন্টু প্রমুখ।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আব্দুল মজিদ কানিহারী ও বালিপাড়া ইউনিয়নে গণসংযোগ করেছেন। বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক আব্দুল বারেক, উপজেলা জাতীয় পার্টির সম্পাদক গোলাম সারোয়ার তপন, সাবেক সভাপতি আব্দুর রউফ চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন কামাল, মো. শরীফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, ওলামা পার্টির সভাপতি তফাজ্জল হোসেন। চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ আংশিক) জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সোলায়মান আলম শেঠ বোয়ালখালীর শাকপুরায় নির্বাচনি অফিস উদ্বোধন ও গণসংযোগ করেছেন।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক দিদারুল আলম ফুজু, মহানগর জাতীয় পার্টির সহসভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম-সম্পাদক কেএম আবছার উদ্দিন রনি, দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য কাজী মুজিবুর রহমান, দিদারুল ইসলাম মুরাদ। রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী খন্দকার হাবিবুর রহমান বাচ্চু রাজবাড়ী পৌর শহরের বড়পুল, নতুনবাজার, বানীবহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলার সাধারণ সম্পাদক সার্জেন্ট আব্দুল মান্নান, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হেলাল মাহমুদ, সদর উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি হযরত আলী, রামকান্তপুর ইউনিয়নের সহসভাপতি সুরুজ খান, আবুল কাশেম, কাজিম, রফিকুল ইসলাম প্রমুখ।