Logo
Logo
×

অন্যান্য

কাফনের কাপড় পরে পিএসসির সামনে চাকরিপ্রার্থীদের অবস্থান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৮ পিএম

কাফনের কাপড় পরে পিএসসির সামনে চাকরিপ্রার্থীদের অবস্থান

৪৩তম বিসিএসের নন-ক্যাডারে পদ সংখ্যা বাড়িয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছেন চাকরিপ্রার্থীরা। এ সময় কাফনের কাপড় পরে অবস্থান নিতে দেখা গেছে অনেক প্রার্থীকে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির সামনে তারা এ কর্মসূচি পালন করেন। 

দুই শতাধিক চাকরিপ্রত্যাশী সকাল সাড়ে ১০টা থেকে পিএসসির সামনে অবস্থান নিয়ে ক্যাডার ও নন-ক্যাডারের ফল পৃথকভাবে প্রকাশ, নন-ক্যাডারের বিজ্ঞপ্তি বাতিল এবং পদ বাড়িয়ে পুনরায় পছন্দক্রম নেওয়ার দাবিতে স্লোগান দেন।

আন্দোলনকারীদের দাবি, ৪১তম বিসিএসের নন-ক্যাডারে ফল প্রকাশের পর দ্রুত সময়ে আরেক ব্যাচের (৪৩তম) ফল প্রকাশ করতে গিয়ে পিএসসি তাদের বৈষম্যের মধ্যে ফেলে দিচ্ছে। নন-ক্যাডারের ফল পৃথকভাবে প্রকাশ করা হোক ও পদ বাড়িয়ে পুনরায় বিজ্ঞপ্তি দেওয়া হোক।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস বলেন, তারা (চাকরিপ্রার্থীরা) এখানে কেন কর্মসূচি করছেন আমরা বুঝতে পারছি না। পদ বাড়ানোর দাবি তো আমরা পূরণ করতে পারব না। এটা (শূন্যপদ নির্ধারণ) জনপ্রশাসন মন্ত্রণালয় করে থাকে। তাই আন্দোলনকারীদের জনপ্রশাসনে যাওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা।

৪৩তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডারে চূড়ান্ত ফল একসঙ্গে প্রকাশের উদ্যোগ নিয়েছে পিএসসি। এ লক্ষ্যে ক্যাডার পদের ফল প্রস্তুত হচ্ছে। পাশাপাশি নন-ক্যাডারে শূন্যপদ উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে যারা নন-ক্যাডারে চাকরি করতে চান, শূন্যপদে তাদের পছন্দক্রম (চয়েজ) নেওয়া হচ্ছে। তবে অল্পসংখ্যক পদে বিজ্ঞপ্তি দেওয়ায় তা বাতিলের দাবি জানিয়ে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম