Logo
Logo
×

অন্যান্য

কূটনৈতিক মিশনের যৌথ বিবৃতি, মানবাধিকার রক্ষাকারীদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০১:৪৪ এএম

কূটনৈতিক মিশনের যৌথ বিবৃতি, মানবাধিকার রক্ষাকারীদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত

প্রতীকী ছবি

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবাধিকার রক্ষাকারীদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ঢাকায় বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন।

রোববার মানবাধিকারের সর্বজনীন ঘোষণার ৭৫তম বার্ষিকীতে এক যৌথ বিবৃতিতে এমনটা বলা হয়েছে। 

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস/হাইকমিশন স্বাক্ষরিত এ বিবৃতি দেওয়া হয়। 

বিবৃতিতে বলা হয়, আমরা তাদের সঙ্গে আমাদের সমর্থন এবং সংহতি পুনর্ব্যক্ত করছি যারা মানবাধিকার রক্ষা এবং অগ্রগতির জন্য কাজ করে। যারা সবার মৌলিক স্বাধীনতা এবং সমতা নিশ্চিত করে। গণতন্ত্র, মানবাধিকার রক্ষায় ভূমিকা পালন করে এবং উন্নয়ন প্রচার করে। মানবাধিকারের সর্বজনীন ঘোষণায় নীতির প্রতি আমাদের অঙ্গীকার অটল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম