আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে রোববার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এতে কর্মসূচিতে সংঘর্ষে নিহত হওয়ার পরিবার, গুম হওয়া পরিবার, কারাগারে থাকা দলীয় নেতাকর্মীদের পরিবার, বিভিন্ন মামলায় পালিয়ে থাকা নেতাকর্মীদের পরিবাদের সদস্যরা অংশ নেন। কর্মসূচি থেকে বক্তারা বলেন, তারা মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। বর্তমান সরকার খুন, গুম, হয়রানিমূলক মামলাসহ বিরোধী মত দমনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করছে। তারা মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান। পাশাপাশি গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়াসহ হয়রানিমূলক মামলায় গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। এছাড়া আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন রুখে দেওয়ারও হুঁশিয়ারি দেন। এদিকে খাগড়াছড়িতে বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :
নওগাঁয় মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম। বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাফিজুর রহমান, জেলা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ খান ইকরামুল বারী টিপু উপস্থিত ছিলেন। জেলা মহিলা দলের সদস্য মরিয়ম বেগম শেফা বলেন, আমি বিএনপির রাজনীতি করি। কিন্তু আমার স্বামী কোনো দল করে না। তারপরেও তাকে নাশকতার মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। আমিও পলাতক।
গাইবান্ধায় বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু ও আনিছুর রহমান নাদিম, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শামীম আহমেদ পলাশ, সদস্য সচিব খন্দকার রাহাত খান, অ্যাডভোকেট শাহনেওয়াজ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বিপুল কুমার দাস। জয়পুরহাটে কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি এটিএম মিজানুর রহমান। বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম তরুণ, সম্পাদক শাহনুর রহমান শাহিন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি আহসান হাবিব চপল, সম্পাদক আবু হেনা মো. মোজাহিদুল ইসলাম রাজু।
নাটোরে মানববন্ধনে বক্তব্য দেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি মজিবর রহমান, সিংড়া উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শামীম হোসেন, অ্যাডভোকেট মো. আবুল হোসেন, অ্যাডভোকেট শহীদ মাহমুদ মিঠুন, অ্যাডভোকেট শহিদুল ইসলাম। ঝিনাইদহে মানববন্ধনে নাশকতার মামলায় গ্রেফতার, গুম, খুনের শিকারা পরিবারের শিশুসহ সদস্যরা তাদের বাবা-চাচা-ভাইয়ের মুক্তির দাবি জানান। বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, স্থানীয় নেতা জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল ইসলাম, অ্যাডভোবেট জাকারিয়া মিলন, সামছুজ্জামান লাকী।
লক্ষ্মীপুরে গুম-খুন হওয়া ৫৪ নেতাকর্মীর পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করেছে বিএনপি। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাসিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, সদস্য সচিব অধ্যাপক নিজাম উদ্দিন।
কুমিল্লায় বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আলী আক্কাস, যুগ্ম-আহ্বায়ক রেজাউল কাইয়ুম, মাহবুব চৌধুরী, মোস্তফা জামান, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান ছুটি। রাঙামাটিতে মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সম্পাদক মামুনুর রশিদ মামুন। সিরাজগঞ্জে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি মতিউর রহমান, আইনবিষয়ক সম্পাদক রফিক সরকার, সদর উপজেলা বিএনপির সম্পাদক নাজমুল ইসলাম।
খাগড়াছড়ি জেল গেটে জেলা বিএনপি ও মহিলা দলের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। তবে পুলিশি বাধায় বেশিক্ষণ দাঁড়াতে পারেনি নেতাকর্মীরা। বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি কংচাইরী মারমা, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার। কুড়িগ্রামে মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু বকর সিদ্দিক। বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজার রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম-সম্পাদক ব্যারিস্টার রবিউল আলম সৈকত, যুগ্ম-সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান প্রমুখ।
রংপুরে মানববন্ধনে বক্তব্য দেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সভানেত্রী রেজেকা সুলতানা ফেন্সি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজেদুর রহমান রানা। বদরগঞ্জে সাবেক এমপি পরিতোষ চক্রবর্তীর নেতৃত্বে মানববন্ধন হয়েছে। পাবনায় জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টুর সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, সাবেক এমপি সেলিম রেজা হাবিব, বিএনপি নেতা হুমায়ন কবির রাজ, মহিলা দলের সাধারণ সম্পাদক মেহেরুন্নেছা শাজাহান।
বগুড়ায় মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি আবদুল বাছেদ। বক্তব্য দেন সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, জেলা মহিলা দলের সভাপতি লাভলী রহমান, জেলা বার সমিতির সম্পাদক জহুরুল হক জাফর, ড্যাবের জেলা শাখার সম্পাদক ডা. ইউনুস আলী।
সাতক্ষীরায় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলীর নেতৃত্বে মানববন্ধনে যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হবি, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল প্রমুখ অংশ নেন। এছাড়া জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মৃণাল কান্তি রায়ের নেতৃত্বে পৃথক মানববন্ধনে যুগ্ম-আহ্বায়ক শেখ তারিকুল হাসান, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অংশ নেন।
নেত্রকোনায় বক্তব্য দেন জেলা বিএনপি আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক তাজেজুল ইসলাম, এসএম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ ফকির, সদস্য মেহেরুল আলম রাজু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কামরুল হক।
জামালপুরে মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপি নেতা সজীব খান, শাহ্ মাসুদ প্রমুখ।
বাগেরহাটে মানববন্ধনে বক্তব্য দেন জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, সম্পাদক নারগিস আক্তার ইভা, মহিলা দল নেত্রী কমলা বেগম, মাহমুদা বেগম, পলিনা বেগম, জেলা জাসাসের সম্পাদক নার্গিস আক্তার লুনা।
পিরোজপুরে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক মো. রিয়াজ মাতুব্বরের নেতৃত্বে মানববন্ধন হয়েছে। উপস্থিত ছিলেন সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. বাবুল খান, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফি শিকদার মুন্না, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল হাওলাদার।
টাঙ্গাইলে সভায় বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি এসএম ফাইজুর রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম জহির, জেলা বার সমিতির সভাপতি মাইদুল ইসলাম শিশির, অ্যাডভোকেট শাহজাহান কবির প্রমুখ।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন হয়েছে। বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
খুলনায় মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মাসুদ হোসেন রনি। বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুল হাসান রুবা ও অ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষারের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু হোসেন বাবু, জ্যেষ্ঠ আইনজীবী গাজী আব্দুল বারী, মহানগর ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, বেগম রেহানা ঈসা, আশরাফুল হক নান্নু, এনামুল হক সজল, মুর্শিদ কামাল, মোল্লা সাইফুর রহমান, মোল্লা বজলার রহমান, ড্যাব নেতা ডা. রফিকুল ইসলাম বাবলু।
মানিকগঞ্জে পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে কর্মসূচি পরিচালনা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আরিফ হোসেন। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির, জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব প্রমুখ।
সুনামগঞ্জে মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা বিএনপির সহসভাপতি মল্লিক মঈনুদ্দিন সোহেল। উপস্থিত ছিলেন আইনবিষয়ক সম্পাদক সামসুর রহমান, মহিলাবিষয়ক সম্পাদক হাফেজা ফেরদৌস লিপন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী জুয়েল।