Logo
Logo
×

অন্যান্য

স্বতন্ত্র প্রার্থী হিসাবে আ. লীগ নেতাদের মনোনয়নপত্র জমা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০১:০৯ এএম

স্বতন্ত্র প্রার্থী হিসাবে আ. লীগ নেতাদের মনোনয়নপত্র জমা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিভিন্ন আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নেতারা। তাদের মধ্যে বুধবার অনেকেই সেই ফরম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জামাও দিয়েছেন। এছাড়া আরও কয়েকজন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ফরিদপুর : ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ-সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কুমিল্লা : কুমিল্লা-৬ সদর আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংরক্ষিত সংসদ-সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনজুম সুলতানা সীমা।

ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্র পার্থী হওয়ার জন্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি এমএ ওয়াহেদ মঙ্গলবার বিকালে নিজ এলাকা আঙ্গারগারা বাজারে পরামর্শ সভার আয়োজন করেন।

লালপুর (নাটোর) : নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক সংসদ-সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।

হবিগঞ্জ, চুনারুঘাট ও মাধবপুর : হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের টানা তিনবারের সংসদ-সদস্য মো. আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বর্তমান সংসদ-সদস্য গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ মিলাদের ছোট ভাই যুবলীগ কেন্দ্রীয় সদস্য গাজী মোহাম্মদ শাহেদ ও হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

গোলাপগঞ্জ (সিলেট) : সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য সারওয়ার হোসেন।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সংসদ-সদস্য সোহরাব উদ্দিন।

রাণীনগর ও মান্দা (নওগাঁ) : নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নওশের আলী ও আত্রাই উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন করার ঘোষণা দিয়েছেন নওগাঁ-৪ মান্দা আসনের বর্তমান সংসদ-সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক।

শ্রীপুর (গাজীপুর) : গাজীপুর-৩ আসনের সংসদ-সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনা-৩ আসন (কেন্দুয়া-আটপাড়া) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের তিন নেতা ও সমর্থক। তারা হলেন-জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ-সদস্য মন্জুর কাদের কোরাইশী, কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট আবদুল মতিন ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ-সদস্য ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু।

চাঁদপুর : চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জের সাবেক সংসদ-সদস্য ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া। অন্যদিকে তার মেয়ে সামসুন বিনতে হক ফরম তুলেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে। 

রাজশাহী : রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ-সদস্য আয়েন উদ্দিন বুধবার মনোনয়নপত্র তুলেছেন। পরে আয়েন উদ্দিন পবা ও মোহনপুরে নেতাকর্মীদের দুটি সমাবেশে বক্তৃতা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম