দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
দলীয় নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত নৌকা প্রতীকের প্রার্থীরা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০৯:২৩ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাশীন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন। প্রার্থীদের নিজ নির্বাচনি এলাকায় আগমন উপলক্ষ্যে সোমবার রাতে ও মঙ্গলবার আনন্দ মিছিল করা হয়েছে। এ সময় কর্মী-সমর্থকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :
সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ সোমবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খানের পরিচালনায় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ প্রাঙ্গণে তাৎক্ষণিক এক সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক।
নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে নৌকার প্রার্থী আনোয়ার হোসেন হেলালকে অভ্যর্থনা জানিয়েছেন সংসদীয় এলাকার দলীয় নেতাকর্মীরা। এ সময় রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল বারী মোল্লা, সহসভাপতি ফরিদা বেগম, সাধারণ সম্পাদক আব্দুর রউফ দুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু।
বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে গণসংবর্ধনায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হুমায়ুন কবির, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বরগুনা পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, বরগুনা জেলা যুবলীগ সভাপতি রেজাউল করিম এ্যাটম।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নৌকার প্রার্থী মাহবুব আলী মঙ্গলবার এলাকায় আগমন উপলক্ষ্যে আনন্দ মিছিল হয়েছে। শত শত নেতাকর্মী তাকে স্বাগত জানান।
কুড়িগ্রাম-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো. জাফর আলীর পথসভায় মানুষের ঢল নেমেছে। রাজারহাট উপজেলা সমবায় মার্কেট চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুনুর মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মো. জাফর আলী। প্রধান অতিথি তার নির্বাচনি ইশতেহার পেশ করেন। বক্তব্য দেনÑজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ নুরবখত, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রেদওয়ানুল হক দুলাল।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মো. আশরাফুর রহমান নৌকা প্রতীক পাওয়ায় আনন্দ মিছিল হয়েছে।
সোমবার গভীর রাতে আশরাফুর রহমান ও তার সফর সঙ্গীরা মঠবাড়িয়ায় পৌঁছলে স্থানীয় নেতাকর্মীরা তাদের অভ্যার্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন-পৌর আ.লীগ সভাপতি মো. আফজাল হোসেন, উপজেলা কৃষক লীগ সভাপতি আবুল বাশার মাতুব্বর, সম্পাদক মো. কামরুল আকন।
কুড়িগ্রাম-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. জাফর আলীকে অভ্যর্থনা জানিয়েছেন দলের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে তিস্তা ব্রিজ থেকে প্রায় ৩ হাজার মোটরসাইকেলের বিরাট বহর নিয়ে নেতাকর্মীরা তাকে কুড়িগ্রাম শহরে নিয়ে আসেন।
পথ সভায় বক্তব্য দেন প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, জিল্লুর রহমান টিটু।
পাবনা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস। পরিচালনা করেন আবুল কালাম আজাদ মিন্টু। বক্তব্য দেন-ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসাহাক আলী মালিথা, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবু মণ্ডল।
নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে শফিকুল ইসলাম শিমুল এবং নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে শহিদুল ইসলাম বকুল নৌকার মনোনয়ন পাওয়ায় তাদের রাজসিকভাবে বরণ করে নিয়েছেন নেতাকর্মীরা। মঙ্গলবার জেলার বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড়ে নিজ নিজ এলাকার নেতাকর্মীরা তাদের বরণ করে নেন। এ সময় জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া, নাটোর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহেল বাকি, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপদপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, নাটোর সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের নেতা উৎপল দাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তারুল ইসলাম আলম ও সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম উপস্থিত ছিলেন।
শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিককে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করেছেন নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সাধারণ ভোটার ও সমর্থকরা, শিক্ষকরা উপস্থিত ছিলেন।
খুলনা-১ আসনের নৌকা মনোনীত প্রার্থী ননীগোপাল মণ্ডলকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানান এলাকাবাসী। এ উপলক্ষ্যে দাকোপের উপজেলা সদরসহ এলাকার ৯টি ইউনিয়নে মিষ্টি মুখ ও আনন্দ মিছিল বের করা হয়।
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জনতার ভালোবাসায় সিক্ত হলেন এনামুল হক শামীম।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সহসভাপতি ওহাব বেপারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা।