Logo
Logo
×

অন্যান্য

ভাসানচরে রোহিঙ্গাদের জন্য তুরস্কের সামুদ্রিক অ্যাম্বুলেন্স

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ০৯:৫৭ পিএম

ভাসানচরে রোহিঙ্গাদের জন্য তুরস্কের সামুদ্রিক অ্যাম্বুলেন্স

বঙ্গোপসাগরের ভাসানচর দ্বীপে শিবিরগুলিতে বসবাসকারী মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারকে সহায়তা করার জন্য তুরস্ক সরকার একটি সামুদ্রিক অ্যাম্বুলেন্স দিয়েছে।

তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তুরস্কের বিদেশি সহযোগিতা সংস্থা কর্তৃক দুজন রোগী ও ১৫ জন যাত্রী বহন ক্ষমতাসম্পন্ন সামুদ্রিক অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, টিকার ভাইস প্রেসিডেন্ট ড. উমিত নাসি ইয়োরুলমাজ এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান উপস্থিত ছিলেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম