Logo
Logo
×

অন্যান্য

তাজরীন ট্র্যাজেডির ১১ বছর: ১০ দফা দাবিতে শ্রমিক নিরাপত্তা ফোরামের মানববন্ধন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম

তাজরীন ট্র্যাজেডির ১১ বছর: ১০ দফা দাবিতে শ্রমিক নিরাপত্তা ফোরামের মানববন্ধন

আশুলিয়ার তাজরীন ফ্যাশন ট্র্যাজেডির ১১ বছর উপলক্ষ্যে ১০ দফা দাবিতে মানববন্ধন করেছে শ্রমিক নিরাপত্তা ফোরাম (এসএনএফ)। 

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়। 

এতে বক্তারা বলেন, তাজরীন গার্মেন্টস দুর্ঘটনায় দগ্ধ হয়ে মারা যান ১১৩ জন শ্রমিক। তাদের পরিবার আজও তাদের স্মৃতি বেয়ে বেড়াচ্ছে। আহত হয়েছেন অসংখ্য শ্রমিক। সেই ক্ষত এখনো শ্রমিকদের গায়ে লেগে আছে। কিন্তু ক্ষতিগ্রস্ত শ্রমিকরা আজও তাদের ক্ষতিপূরণ পায়নি। পুনর্বাসন হয়নি।

এ সময় জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা ১০ দফা দাবি তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে- তাজরীন ও রানা প্লাজাসহ সারা দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক নির্বিশেষে সব শ্রমিককে শ্রম আইনের আওতায় আনা। আন্তর্জাতিক আইন ও কনভেনশন, মারাত্মক দুর্ঘটনা আইন এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুসরণে ক্ষতিপূরণের জাতীয় মানদণ্ড তৈরি করা এবং আহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক নিরাপত্তা ফোরামের সভাপতি হামিদা হোসাইন, কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদসহ বিভিন্ন গার্মেন্টস শ্রমিক নেতারা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম