Logo
Logo
×

অন্যান্য

আ.লীগ জোটবদ্ধভাবে নৌকা প্রতীকে নির্বাচন করবে: ইসি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৪:৫৮ পিএম

আ.লীগ জোটবদ্ধভাবে নৌকা প্রতীকে নির্বাচন করবে: ইসি

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগ জোটবদ্ধভাবে নৌকা প্রতীকে নির্বাচন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

শনিবার ইসি ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি জানান, ইসিতে সাতটি দলের জোটবদ্ধ আবেদন এসেছে। এগুলো হলো- বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি (মঞ্জু), বাংলাদেশ সাম্যবাদী দল, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, তৃণমূল বিএনপি, জাতীয় পার্টি (রওশন এরশাদ)।

আওয়ামী লীগ চিঠি দিয়ে কী জানিয়েছে- জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, আওয়ামী লীগ চিঠি দিয়ে জানিয়েছে- জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। সভাপতির সইয়ে নমিনেশন দেবে তারা। জাতীয় পার্টির (জাপা) দুটো চিঠি এসেছে। জিএম কাদের বলেছেন তার সইয়ে মনোনয়ন হবে। আর রওশন এরশাদ বলেছেন তারা জোটে ভোট করবেন। এটা কমিশন দেখবে। কারণ দুটো চিঠি এসেছে। কমিশন যেটা আমলে নেয়।

জাপার সাইনিং অথরিটি কে হবেন- এমন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, সাধারণত দলের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক বা মহাসচিব সাইনিং অথরিটি হন।

তাহলে তো জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাইনিং অথরিটি। তাহলে বিবেচনা কী হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা কমিশন বলবে।

কোন কোন দল আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবে বলে ইসিকে জানিয়েছে- জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, কোন কোন দল তাদের সঙ্গে থাকবে এটা বলা নাই। দুটো পৃথক দল বলেছে যে, তারা নৌকা প্রতীকে নির্বাচন করবে। তারা হলো জাতীয় সমাজতান্ত্রিক দল ও ওয়ার্কার্স পার্টি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম