সিটি করপোরেশনে বর্জ্য ব্যবস্থাপনা
তিন বছরে মাথাপিছু ব্যয় ৬৭২৮ টাকা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ১১:৪২ পিএম
তিন বছরে দেশের পৌরসভা ও সিটি করপোরেশনগুলোতে মাথাপিছু বর্জ্য ব্যবস্থাপনায় গড় ব্যয় হয়েছে ৬ হাজার ৭২৮ টাকা ৯ পয়সা। এক্ষেত্রে ২০১৮-১৯ অর্থবছরে ব্যয় হয়েছে ৫ হাজার ৯৪৪ টাকা। ২০১৯-২০ অর্থবছরে সেটি বেড়ে দাঁড়ায় ৭ হাজার ১৯৪ টাকা। এছাড়া ২০২০-২১ অর্থবছরে সামান্য কমে হয়েছে ৭ হাজার ৪৫ টাকা ৮২ পয়সা। ১২টি সিটি করপোরেশন এবং ৩২৮টি পৌরসভায় জরিপ পরিচালনা করে এসব তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। গত ৬ নভেম্বর মিউনিসিপ্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সার্ভে-২০২২-এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। সেখানে এসব বিষয় তুলে ধরা হয়।
প্রতিবেদন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, আধুনিক জীবনযাত্রা ও দ্রুত নগরায়ণের ফলে আমাদের দেশের শহরাঞ্চলে প্রচুর বর্জ্য উৎপাদন হচ্ছে। বিশেষ করে কঠিন বর্জ্য উৎপাদন হচ্ছে বেশি। দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলো তাদের শহরের বর্জ্য ব্যবস্থাপনা ও শহরগুলোকে পরিচ্ছন্ন করতে কাজ করছে। তবে আমাদের দেশের বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি, পরিশোধন, পুনঃপ্রক্রিয়াজাতকরণ এবং পরিত্যাজনের দিক থেকে ত্রুটিযুক্ত। ফলে পানি, ভূমি এবং বায়ু দূষণ হচ্ছে। এসব পরিপ্রেক্ষিতে এমন একটি জরিপ নিঃসন্দেহে ভাল কাজ।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন বলেন, সার্ভেটিতে শহরের বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যাগুলোর প্রায় সব বৈশিষ্ট্য চিত্রিত হয়েছে। পাশাপশি দেশের পৌর বর্জ্যরে গঠন, পরিশোধন অপসারণ, পুনঃপ্রক্রিয়াজাতকরণ এবং মাথাপিছু বর্জ্য উৎপাদন সম্পর্কে সম্যক ধারণা পাওয়া গেছে। আশা করছি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তর, উন্নয়ন অংশীদার, এনজিও, গবেষণা সংস্থা, শিক্ষাবিদ এবং স্বতন্ত্র গবেষকেরা প্রতিবেদনের তথ্য ব্যবহার করে উপকৃত হবেন।
প্রতিবেদন বলা হয়েছে, জিডিপির অনুপাতে পৌরসভা ও সিটি করপোরেশনগুলোর বর্জ্য ব্যবস্থাপনা ব্যয় হচ্ছে ২০১৮-১৯ অর্থবছরে শূন্য দশমিক ৮৮ শতাংশ। এ ছাড়া ২০২৯-২০ অর্থবছরে ১ দশমিক ০৬ শতাংশ এবং ২০২০-২১ অর্থবছরে ব্যয় হয় জিডিপির ১ দশমিক ০১ শতাংশ। বর্জ্য ব্যবস্থাপনায় যে ব্যয় হয় তার ৬৯ দশমিক ৬৩ শতাংশ চলতি ব্যয় এবং ৩০ দশমিক ৩৭ শতাংশ মূলধন ব্যয়।