প্রশাসনে কর্মকর্তাদের দপ্তর বদল
পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ পেলেন সাংবাদিক মিথিলা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ১১:৩৮ পিএম
প্রশাসনে একজন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একজন উপসচিবের দপ্তর বদল করা হয়েছে। দুজন সিনিয়র সহকারী সচিব, চারজন সিনিয়র সহকারী কমিশনার, তিনজন সহকারী কমিশনারের দপ্তর বদল করা হয়েছে। একজন সাংবাদিককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া একজন সেনা কর্মকর্তাকে বিআরটিসির পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লিখিত বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
সিনিয়র সহকারী সচিব ইবাদত হোসেনকে উপসচিব পদে পদোন্নতি দিয়ে ওএসডি করা হয়েছে। হুইপের একান্ত সচিব মোরারজী দেশাই বর্মণকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক কাজী হাফিজুল আমীনকে সিনিয়র সহকারী সচিব হিসাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
পৃথক আদেশে বিআরটিসির পরিচালক (কারিগরি) কর্নেল মো. জাহিদ হোসেনকে সেনাবাহিনীতে বদলি করে ওই পদে সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদারকে নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক আদেশে সাংবাদিক মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের পরিচালক/কাউন্সেলর (গ্রেড-৫) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মুনিবুর রহমানকে অতিরিক্ত জেলা প্রশাসক ঢাকা এবং খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মামুনকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে জামালপুরে বদলি করা হয়েছে।
বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ আতিকুর রহমানকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে। ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সুবল চাকমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগের কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।