Logo
Logo
×

অন্যান্য

ল্যাবএইডের চিকিৎসক সফিউল্লাহ কবিরের সনদ স্থগিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ১০:৩৪ পিএম

ল্যাবএইডের চিকিৎসক সফিউল্লাহ কবিরের সনদ স্থগিত

রাজধানীর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. এবিএম সফিউল্লাহ কবিরের বিএমডিসি সনদ ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে। চিকিৎসায় অবহেলা ও গাফিলতির অভিযোগে তার সনদ স্থগিত করা হয়।

বুধবার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রার ডা. মো. আনোয়ারুল হক ফরাজী (দায়িত্বপ্রাপ্ত) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

২০২১ সালের ২৯ জুলাই ধানমন্ডি ঢাকা ল্যাবএইড হাসপাতালের চিকিৎসকদের অবহেলার কারণে করোনায় আক্রান্ত মো. মোশারফ হোসেন সুফেলের মৃত্যু হয়। মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে শাস্তি দেওয়া হলো এই চিকিৎসককে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম