Logo
Logo
×

অন্যান্য

হাসান সারওয়ার্দীর সম্পদের তথ্য চেয়ে দুদকের চিঠি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম

হাসান সারওয়ার্দীর সম্পদের তথ্য চেয়ে দুদকের চিঠি

যুক্তরাষ্ট্র ও কানাডাসহ ছয়টি দেশে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর কোনো সম্পদ আছে কিনা, তা জানতে চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

ওইসব দেশে তার নামে-বেনামে কোনো বাড়ি বা ব্যাংক হিসাব রয়েছে কিনা, তার তথ্য জানাতে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে সংস্থাটি। দুদক সচিব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা পরিচয়ে মিয়া আরেফি নামের এক ব্যক্তিকে ২৮ অক্টোবর বিএনপি কার্যালয়ে নিয়ে গিয়েছিলেন হাসান সারওয়ার্দী। পরে ওই ব্যক্তির পরিচয় ভুয়া বলে শনাক্ত হলে মিয়া আরেফি ও হাসান সাওয়ার্দীকে গ্রেফতার করা হয়। বর্তমানে দুজনই রিমান্ডে আছেন।

দুদক জানায়, ২০২০ সালের জুলাই মাসে অনলাইনে এক টকশোতে অংশ নিয়ে সেনাবাহিনী নিয়ে বিরূপ মন্তব্য করে আলোচনায় আসেন হাসান সারওয়ার্দী। এরপর সেনানিবাস ও এর আওতাভুক্ত এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয় তাকে। পরে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

কমিশনের কাছে আসা অভিযোগে বলা হয়, আনসার ভিডিপির সাবেক মহাপরিচালক এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, জালজালিয়াতি করে অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। আলোচিত সাবেক এ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি তার উপার্জিত টাকা বিদেশে পাচার করেছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম