Logo
Logo
×

অন্যান্য

অবরোধ মূলত মানুষকে কষ্ট দেওয়ার জন্য: ডিএমপি কমিশনার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ১০:৩১ পিএম

অবরোধ মূলত মানুষকে কষ্ট দেওয়ার জন্য: ডিএমপি কমিশনার

ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, অবরোধ নামে যে আন্দোলন চলছে, সেটি মূলত সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার জন্য। অবরোধের নামে চলাফেরায় বাধা সৃষ্টি করা হচ্ছে।

মঙ্গলবার বিকালে রাজধানীর পল্টনে কাবাডি স্টেডিয়ামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

টহল পুলিশকে লক্ষ্য করে চোরাগোপ্তা হামলা চলছে উল্লে­খ করে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে বসে থাকতে পারে না। জনগণের নিরাপত্তার জন্য যা যা করা দরকার সবকিছুই করা হচ্ছে। পুলিশ শুধু সকাল থেকে সন্ধ্যা নয়, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছে।

রাজধানীতে পুলিশি নিরাপত্তায় ঘাটতি প্রশ্নে তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিবারাত্রি তাদের ওপর অর্পিত নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে। এরপরও জায়গায় জায়গায় চোরাগোপ্তা হামলা চালানো হচ্ছে। সেটি প্রতিরোধে পুলিশ জনগণকে সঙ্গে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম