বিভিন্ন স্থানে আ.লীগের বিক্ষোভ ও শান্তি সমাবেশ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ১১:১৩ পিএম
পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, বিচারপতির বাসভবনে হামলাসহ বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সভা হয়েছে। আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার এসব কর্মসূচি পালন করা হয়। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-
দাগনভূঞায় শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। ইয়াকুবাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এয়াছিন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আ.লীগ সভাপতি মাস্টার কামাল উদ্দীন, উপজেলা যুবলীগ সভাপতি আবুল ফোরকান বুলবুল, ভাইস চেয়ারম্যান শাহিন মুন্সী।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ।
ডেপুটি কমান্ডার গাজী ফেরদৌসের পরিচালনা সমাবেশে বক্তব্য দেন মদন পৌর মেয়র মো. সাইফুল ইসলাম সাঈফ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য মমতাজ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আব্দুল হান্নান তালুকদার শামীম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আজিজুল হক ঝুলন, সম্পাদক মেহেদি হাসান প্রমুখ।
বাগেরহাটে মানববন্ধনে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. একে আজাদ ফিরোজ টিপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূঁইয়া হেমায়েত উদ্দিন, জেলা জজ আদালতের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আলী, আইনজীবী মজিবুল হক, মিলন কুমার ব্যানার্জি, সেলিম আজাদ, কামরুল ইসলাম, তাজিনুর রহমান পলাশ প্রমুখ।
জামালপুরের মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ‘৭১, জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
কমলনগরে উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন বাপ্পীর সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক এএইচএম আহসান উল্যাহ হিরনের পরিচালনায় প্রতিবাদ সভা হয়েছে। সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক একেএম নুরুল আমিন রাজু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্যাহ, আওয়ামী লীগ নেতা ফয়সল আহাম্মদ রতন।