Logo
Logo
×

অন্যান্য

হরতাল প্রত্যাখ্যান মালিক সমিতির, বাস চালানোর ঘোষণা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ১০:০১ পিএম

হরতাল প্রত্যাখ্যান মালিক সমিতির, বাস চালানোর ঘোষণা

ফাইল ছবি

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে রোববার বাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি। ওইসব বাসের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছেন সংগঠনের নেতারা। 

শনিবার ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, হরতালের বিষয়ে সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকার পরিবহণ কোম্পানি, রুট মালিক সমিতি ও শ্রমিক নেতাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে- ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। মালিক সমিতির নেতারা সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি ও কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানান। যাত্রী পাওয়া গেলে আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল করবে। 

মহাসমাবেশে হামলার অভিযোগে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। পৃথকভাবে জামায়াতে ইসলামীও এদিন হরতাল কর্মসূচি দিয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম