ঢাকার ভেতরে ও প্রবেশপথে ব্যাপক তল্লাশি
সিরাজুল ইসলাম ও ইমন রহমান
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ১০:৪৩ পিএম
দুই দলের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার ভেতরে ও প্রবেশপথে যানবাহন থামিয়ে ব্যাপক তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হোটেল, মেস, কমিউনিটি সেন্টারসহ ব্যাচেলর থাকে এমন কিছু ফ্ল্যাটও তল্লাশি করা হয়। এ সময় বিএনপির নেতাকর্মীসহ সন্দেহভাজন অনেক ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া সারা দেশে বৃহস্পতিবার রাত থেকে বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালায় পুলিশ। এ সময় দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার যাত্রাবাড়ী, আব্দুল্লাহপুর, ৩০০ ফুট সড়ক, কেরানীগঞ্জ, গাবতলী ও সদরঘাটে বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ এবং সঙ্গে থাকা ব্যাগ ও মোবাইল ফোন তল্লাশি করতে দেখা যায়। এছাড়া কিছু ছোট ছোট সড়ক যেগুলো দিয়ে কাছাকাছি শহরগুলো থেকে রাজধানীতে ঢোকা বা বের হওয়া যায়, সেসব পথেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
এদিকে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশের পক্ষ থেকে বসানো হয়েছে ৬০টি সিসি ক্যামেরা। শনিবার সমাবেশস্থলে আকাশে উড়বে র্যাব-পুলিশের ড্রোন। সব মিলিয়ে রাজধানীর পল্টন-মতিঝিল এলাকা থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা।
বিএনপির নেতারা অভিযোগ করেন, মহাসমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহণ ঠেকাতে সড়কে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এছাড়া ভীতি ছড়াতে বাড়ি বাড়ি অভিযান চালিয়ে হয়রানি ও গ্রেফতার করা হচ্ছে। তবে পুলিশ বলছে, এটা তাদের নিয়মিত কার্যক্রম।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আব্দুল্লাহিল কাফী যুগান্তরকে বলেন, ঢাকার বাইরে থেকে যেন কেউ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য বৃহস্পতিবার থেকে আমাদের তল্লাশি অভিযান চলছে। কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত তল্লাশি চলবে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে গাবতলী সেতুর মুখে নিরাপত্তা চৌকি বসায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুসসালাম থানা। সাভার-হেমায়েতপুর দিয়ে আসা প্রতিটি গাড়ি থামিয়ে চালানো হয় তল্লাশি। সন্দেহভাজনদের পরিচয় নিশ্চিত হয়েই ছাড়া হয়। এতে দীর্ঘ যানজট দেখা গেছে। সন্ধ্যা পর্যন্ত এ এলাকা থেকে কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি বলে জানান দারুসসালাম থানার ওসি শেখ আমিনুল বাশার।
রাজধানীর পোস্তগোলা ব্রিজের মুখে ঢাকার বাইরে থেকে আসা যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালায় শ্যামপুর থানা পুলিশ। শ্যামপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, দুষ্কৃতকারী ও মাদক কারবারিরা যাতে অস্ত্র নিয়ে ঢাকায় ঢুকতে না পারে, সেজন্যই চেকপোস্ট বসানো হয়েছে। ডেমরায় তল্লাশি চালিয়েছে ডেমরা থানা পুলিশ, ডেমরা ট্রাফিক পুলিশ ও র্যাব-১০। এই এলাকায় তল্লাশি ও অভিযানে দুই দিনে বিএনপির ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আর গত ৫ দিনে প্রায় অর্ধশত নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে।
রাজধানীর হাতিরঝিলের সড়কেও পুলিশ তল্লাশি চালিয়েছে। বিকাল ৪টার দিকে পুলিশ প্লাজার কাছে প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেল থামিয়ে তলাশি চালাতে দেখা গেছে পুলিশকে।
জানা গেছে, র্যাব-১ রাজধানীর আব্দুলাহপুর, রামপুরা, পূর্বাচল ৩০০ ফিট ও আমতলীতে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। র্যাব-২ রাজধানীর বসিলা, আগারগাঁও ও শিশুমেলার সামনে চেকপোস্ট পরিচালনা করছে। র্যাব-৩ রাজধানীর কমলাপুর, সচিবালয় ও নটর ডেম কলেজের সামনে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া র্যাব-৪ রাজধানীর কচুক্ষেত, টেকনিক্যাল, মিরপুর কাজীপাড়া, সাভার ও মানিকগঞ্জে এবং র্যাব-১০ রাজধানীর ডেমরা, পোস্তগোলা ও সায়েদাবাদে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে।
আইনপ্রয়োগকারী সংস্থা সূত্র জানায়, ডিএমপির ২৫ হাজার সদস্য ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, র্যাব, এপিবিএন, বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা দায়িত্ব পালন করবে। বিজিবির ৫ প্লাটুন সদস্য মাঠে থাকবে। আর ১০ প্লাটুন থাকবে রিজার্ভ ফোর্স হিসাবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার যুগান্তরকে বলেন, সমাবেশকে কেন্দ্র করে আমাদের অবস্থান থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবার ছুটি বাতিল করা হয়েছে। সব স্টেশনকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। প্রয়োজনে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও স্পর্শকাতর স্থানে পর্যাপ্ত জনবলসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়ি প্রস্তুত থাকবে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানিয়েছেন, রাজনৈতিক দলের সমাবেশকে ঘিরে আমরা কারাগারকেন্দ্রিক নিশ্চন্দ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। বিকাল সাড়ে তিনটার পর থেকে কারা এলাকায় কোনো বহিরাগতকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এদিকে দুদলের সমাবেশকে ঘিরে শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয় ডিএমপি সদর দপ্তরে। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার হাবিবুর হমান যুগান্তরকে বলেন, রাজনৈতিক দলের কর্মসূচিতে কীভাবে দায়িত্ব পালন করতে হবে সে বিষয়ে বিস্তারিত ব্রিফিং করা হয়েছে।
ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ আশরাফ হোসেন যুগান্তরকে বলেন, হোটেল, মেস, কমিউনিটি সেন্টার, ব্যাচেলর থাকে এমন কিছু ফ্ল্যাট আমরা নিয়মিত চেক করি। আমরা আরও কিছুদিন আগে থেকেই এগুলোতে অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত অনেককে গ্রেফতার করছি।
ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সাভার : ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় চেকপোস্ট বসিয়েছে পুলিশ। শুক্রবার সকাল ৮টা থেকে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি ছিল আমিনবাজারে। এ সময় পুলিশ ঢাকাগামী বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে। সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে। এতে এই মহাসড়কে যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয়। ভোগান্তির শিকার হন যাত্রী ও পরিবহণ শ্রমিকরা। সাভার মডেল থানা ও আশুলিয়া থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সাভার থেকে ৭ জন এবং আশুলিয়া থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
কেরানীগঞ্জ (ঢাকা) : শুক্রবার সকাল থেকে কেরানীগঞ্জের চীন মৈত্রী সেতুর দক্ষিণ প্রান্ত হাসনাবাদ, বুড়িগঙ্গা ২য় সেতুর দক্ষিণ প্রান্ত কদমতলী ও বসিলা সেতুর দক্ষিণ প্রান্ত ঘাটারচরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়িতে উঠে যাত্রীদের মোবাইল ও ব্যাগ চেক করতে দেখা যায়। কেরানীগঞ্জ থেকে রাজধানীতে নৌপথে আসার খেয়াঘাটগুলোতেও ছিল পুলিশের পাহারা। র্যাব-১০ এর উপপরিচালক মো. আমিনুল ইসলাম জানান, কেরানীগঞ্জে র্যাব-১০ এর দশটি টহল টিম মাঠে আছে।
যাত্রাবাড়ী (ঢাকা) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাদ্দাম মার্কেট এলাকায় বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে মানুষের দেহ ও বেগ তল্লাশি করে পুলিশ। এ সময় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাসের সংখ্যা কমে গেছে।
টঙ্গী পূর্ব ও শিল্পাঞ্চল (গাজীপুর) : বৃহস্পতিবার সন্ধ্যায় কলেজগেটে কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকারের বাসায় প্রস্তুতিসভা চলাকালে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শরাফত হোসেনসহ বিএনপির ৫৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পরে বিশেষ ক্ষমতা আইনে ৬৯ জনের নাম উল্লেখ করে মামলা করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গ্রেফতারের সময় গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান অসুস্থ হয়ে পড়লে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বন্দর (নারায়ণগঞ্জ) : বৃহস্পতিবার রাতে বন্দরের ধামগড় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেনসহ ৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গজারিয়া (মুন্সীগঞ্জ) : গজারিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি বৃহস্পতিবার রাতভর তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে। এছাড়া গজারিয়া থেকে মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার সময় রাস্তায় পুলিশ চেকপোস্টে অপর এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। এরা হলেন- উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ ইকবাল খোকন ও উপজেলা যুবদলের সদস্য এসএম সোহেল সরকার।
ফরিদপুর ও সালথা : সালথা উপজেলায় বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সালথা থানার সেকেন্ড অফিসার এসআই পরিমল কুমার বিশ্বাস জানান, একটি বিস্ফোরক মামলায় যুক্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
কিশোরগঞ্জ : জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল সভাপতি সালাহ উদ্দিন বাচ্চু, নিকলী উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন ও নিকলী উপজেলা জামায়াতের নায়েবে আমির মতিউর রহমানকে আটক করেছে পুলিশ।
মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়ক ও মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ। বিএনপি নেতাদের অভিযোগ, এসব চৌকিতে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। এছাড়া জেলায় বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সাটুরিয়া উপজেলার ফকুরহাটি ইউনিয়ন বিএনপির সহসভাপতি তমিজ উদ্দিনসহ ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মানিকগঞ্জ সদর থানার ওসি আবদুর রউফ সরকার বলেন, মহাসড়কে চেকপোস্ট বসানো আমাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ।
বরিশাল : বরিশাল মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সুলতান শরীফ ও রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জামাল হোসেনসহ ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে ঢাকায় মহাসমাবেশে যাওয়ার পথে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা রয়েছে।
বগুড়া : বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ২০২২ সালের নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
সাঁথিয়া (পাবনা) : উপজেলার কাশিনাথপুর বাবুপাড়া গ্রামের বিএনপি ও মানবাধিকারকর্মী মোস্তাফিজুর রহমান টিপুসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও উপজেলা বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. আবুল কাসেমসহ বিএনপি ও ছাত্র শিবিরের ১১ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ উঠেছে। তবে পুলিশ ৮ জনকে গ্রেফতারের কথা স্বীকার করেছে।
নেত্রকোনা : দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য মো. মোজাম্মল হক ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন খান তপনসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নান্দাইল (ময়মনসিংহ) : উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ৩নং নান্দাইল ইউনিয়নের বাসিন্দা মো. স্বপন মিয়া, নান্দাইল পৌর ছাত্রদলের আহ্বায়ক ও পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ইমরান মিয়া।
মোংলা (বাগেরহাট) : পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) : চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাবিবুল বাশার বিজয় ও এনায়েতপুর থানার খুকনী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
সিলেট : শুক্রবার সকালে নগরীর আখালিয়া এলাকা থেকে ৩ শিবির কর্মীকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ।