নবায়নযোগ্য জ্বালানিতে ঋণ দিচ্ছে ইআইবি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০৯:৩০ পিএম
বিদ্যুৎ বিভাগের বিভিন্ন প্রকল্পে ৩৫ কোটি ডলার দিচ্ছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে এ অর্থ ব্যয় করা হবে। এজন্য বুধবার একটি ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইআইবির ভাইস প্রেসিডেন্ট তেরেসা সিরাজইউনেসকা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লিয়েন চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বেলজিয়ামের ব্রাসেলসে চুক্তিটি স্বাক্ষর হয়েছে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ঋণের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সাড়ে ৪ কোটি ইউরো অনুদান দেবে।
এ ঋণ নেওয়ার মূল উদ্দেশ্য হলো- বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন খাতকে উৎসাহিত করা এবং এর মাধ্যমে বিভিন্ন প্রকল্প নেওয়া এবং এগুলো বাস্তবায়নের মাধ্যমে সৌর বিদ্যুৎ ও বায়ুচালিত বিদ্যুৎ উৎপাদন করা।