Logo
Logo
×

অন্যান্য

‘আন্তর্জাতিক মোড়লেরা বাংলাদেশের রাজনীতিতে ঢুকতে চাচ্ছে’

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ০৭:২৫ পিএম

‘আন্তর্জাতিক মোড়লেরা বাংলাদেশের রাজনীতিতে ঢুকতে চাচ্ছে’

আন্তর্জাতিক মোড়লেরা বিভিন্নভাবে বাংলাদেশের রাজনীতিতে ঢুকতে চাচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ। 

রোববার জাতীয় সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে আ স ম ফিরোজ এ দাবি করেন।

তিনি বলেন, দেশ যেভাবে অরাজনৈতিক ব্যক্তিদের হাতে যাচ্ছে এবং বিশ্ব যেভাবে অরাজনৈতিক লোকদের খুঁজছে, আমরা রাজনৈতিক ব্যক্তিরা হারিয়ে যেতে পারি। কিন্তু আমরা তা চাই না। 

আ স ম ফিরোজ বলেন, রাজনীতিবিদরা যাতে রাজনীতিতে থাকতে পারেন, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে রাজনীতিবিদরা যাতে রাজনীতির নীতি মেনে চলেন, সে আহ্বান জানান তিনি। 

তিনি আরও বলেন, ইসরাইলি হামলায় ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে নিহত হচ্ছেন, বাংলাদেশের কোনো ধর্মীয় রাজনৈতিক দল তাদের (ইসরাইল) বিরুদ্ধে স্টেপ (পদক্ষেপ) নিচ্ছে না, কোনো পদক্ষেপ নিচ্ছে না। কারণ কী? বিদেশিরা চায় এ দেশের মৌলভীরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে রাজনীতিতে আসুক। পরবর্তীতে দেশটাকে তারা দখলে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে, আমাদের দেশ দখলে নেবে। আমরা যারা রাজনীতিতে সচেতন তাদের উচিত হবে আগামীতে দেশটাকে সুন্দরভাবে গঠন করার জন্য ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম