Logo
Logo
×

অন্যান্য

রাষ্ট্রদূত পিটার হাস এমন প্রশ্ন করতে পারেন কিনা, পালটা প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ০৬:০৭ পিএম

রাষ্ট্রদূত পিটার হাস এমন প্রশ্ন করতে পারেন কিনা, পালটা প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সরকার ঢাকায় প্রবেশের সব রাস্তাঘাট বন্ধ করে দেবে কিনা- জানতে চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত এটি জানতে চান। 

পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি জানিয়ে সাংবাদিকদের বলেছেন, রাষ্ট্রদূত এমন প্রশ্ন করতে পারেন কিনা? এটা শিষ্টাচার বহির্ভূত কিনা? সেই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে বিরাট কর্মসূচি দিয়েছে বিএনপি। সেখানে অনেক লোক নিয়ে আসবে তারা। এ পরিপ্রেক্ষিতে পিটার হাস জানতে চেয়েছেন- এতে ঘিরে তোমরা (সরকার) রাস্তাঘাট বন্ধ করে দেবে কিনা? জবাবে আমরা মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়েছি, সেই ধরনের কোনো পরিকল্পনা আমাদের নেই। বিএনপি রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। আশা করি, শান্তিপূর্ণভাবে তা পালন করবে তারা। এতে আমাদের কিছু বলার নেই।

২৮ অক্টোবর বিএনপির সমাবেশ প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, আমরা মনে করি- বিএনপি রাজনৈতিক এজেন্ডা ঠিকভাবেই করবে। এমনটি হলে কিছু বলার নেই। যোগাযোগ বন্ধ হবে না। এমন চিন্তা আমাদের নেই।

এ সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজধানী অচল হতে দেওয়া হবে না।  জনগণের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী এখন থেকেই সতর্ক অবস্থানে রয়েছে। সর্বত্র সর্বোচ্চ নজরদারি চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূজা উদযাপন প্রসঙ্গেও জানতে চেয়েছেন পিটার হাস। আমরা তাকে জানিয়েছি নিরাপত্তা পর্যাপ্ত আছে। সহিংসতা হবে না বলেই আশা করি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম