
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ এএম
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়ে ভারতের রাষ্ট্রপতির বার্তা

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ০৬:৩২ পিএম

আরও পড়ুন
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অব্যাহত সুস্বাস্থ্য এবং আগামী দিনগুলোতে উজ্জীবিত আত্মার জন্য প্রার্থনা করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
শনিবার এক বার্তায় ভারতের রাষ্ট্রপতি বলেন, আপনার সাম্প্রতিক অস্ত্রোপচার সম্পর্কে অবহিত হয়েছি এবং আমি জেনে খুশি, আপনি অস্ত্রোপচারের পরে ভালোভাবে সেরে উঠছেন।
ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আপনার সুস্বাস্থ্য এবং ভবিষ্যতের প্রচেষ্টায় সাফল্য কামনা করছি।
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অস্ত্রোপচারের পর নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, গত বুধবার রাষ্ট্রপ্রধানের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে সার্জারির পর একদিন তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ডাক্তারের নিবিড় পরিচর্যায় রাখা হয়।
রাষ্ট্রপতি গত সোমবার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন। গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।