Logo
Logo
×

অন্যান্য

নির্বাচন ঘিরে দেশে অবৈধ অস্ত্র যেন না ঢোকে, সতর্কতা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৫:৫২ পিএম

নির্বাচন ঘিরে দেশে অবৈধ অস্ত্র যেন না ঢোকে, সতর্কতা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে যেন কোনো অবৈধ অস্ত্র ঢুকতে না পারে, সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ নির্দেশনার কথা জানান। 

হুন্ডি প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘দেশে হুন্ডির মাধ্যমে লেনদেন উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের কিছু এনজিও বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। রোহিঙ্গারা যেন মিয়ানমারে ফেরত না যায়, এ জন্য গোপনে কিছু এনজিও কাজ করছে। তারা গুজব ছড়াচ্ছে, মিয়ানমারে ফিরে গেলে তাদের হত্যা করা হবে।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা একটা বিষয়ে উদ্বিগ্ন। সেটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছিল, যেগুলো সঠিকভাবে কার্যকর হয়নি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের যেসব সংস্থা আছে, তারা যাতে মনিটরিং করে, সে ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে।’ 

এ সময় মোজাম্মেল হক আরও বলেন, ‘প্রান্তিক চাষি, যারা উৎপাদন করে- তারা কিন্তু আসল মূল্যটা পায় না। পায় মধ্যস্বত্বভোগীরা। ভোক্তারা যখন কেনে, তখন সেখানে দামের অনেক তারতম্য থাকে। মজুতদারদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, তা আইনেই বলা আছে।’

আইন যথাযথ বাস্তবায়ন করে তাদের যেন আইনের আওতায় আনা যায়, সেই চেষ্টা চলছে বলে জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম