শ্রীলংকাকে বিপুল পরিমাণ ওষুধ সহায়তা দিল বাংলাদেশ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ১০:৩৭ পিএম
শ্রীলংকাকে বিপুল পরিমাণে ওষুধ সহায়তা করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই)।
বুধবার বিএপিআই’র সভাপতি সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ঢাকায় নিযুক্ত শ্রীলংকার ভারপ্রাপ্ত হাইকমিশনার রুয়ান্থি ডেলপিতিয়াকে এই ওষুধসামগ্রী হস্তান্তর করেন।
শ্রীলংকার হাইকমিশনারের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিএপিআই’র প্রতিনিধি এবং হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রীলংকাকে দেওয়া ওষুধ সহায়তার মধ্যে রয়েছে- বেক্সিমকো ফার্মা, স্কয়ার, ইনসেপ্টা, রেনেটা, ইউনিমেড ইউনিহেলথ, হেলথকেয়ার, বিকন, একমি, সিনোভিয়া ফার্মা এবং নুভিস্তা ফার্মাসহ বিভিন্ন ফার্মাসিউটিক্যালের উৎপাদিত প্রয়োজনীয় এবং জীবন রক্ষাকারী ওষুধ।
দক্ষিণ এশিয়ার দুই বন্ধুত্বপূর্ণ দেশ বাংলাদেশ এবং শ্রীলংকা তাদের মধ্যে গভীর ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে মূল্য দেয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে তারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে ২০২২ সালের মে মাসে বাংলাদেশ সরকার শ্রীলংকাকে ২০০ মিলিয়ন ডলার মূল্যের ওষুধ সরবরাহ করেছিল।