Logo
Logo
×

অন্যান্য

সাপের কামড়ে ৩ জনের মৃত্যু

Icon

ঠাকুরগাঁও ও লালপুর (নাটোর) প্রতিনিধি 

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২২ পিএম

সাপের কামড়ে ৩ জনের মৃত্যু

ঠাকুরগাঁও সদর ও রাণীশংকৈল উপজেলায় বিষধর সাপের কামড়ে নারীসহ আরও দুজনের মৃত্যু হয়েছে। দিনাজপুর এম আব্দুর রহিম  মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনেই মারা যান।

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে শোয়ার ঘরে ঘুমন্ত অবস্থায় ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজারাম বানিয়াপাড়ার গ্রামের ধনবালাকে বিষধর সাপে কামড় দেয়। প্রায় ২-৩ ঘণ্টা ওঝা ঝাড়ফুঁক করে। এরপর সদর  হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার ব্যবস্থা না থাকায় দিনাজপুরে নেওয়ার পথে  তিনি মারা যান। অপরদিকে রাণীশংকৈল উপজেলার রাউথ নগর মধ্যপাড়া গ্রামের জেসমিন আক্তার নামে এক গৃহবধূর সাপের কামড়ে মৃত্যু হয়।

ওই দুজনের মৃত্যু নিয়ে গত আড়াই বছরে জেলায় নারী শিশুসহ ১৫ জনের মৃত্যু হয়েছে সাপের কামড়ে। এই তথ্য নিশ্চিত করেছে, স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রকৃতি ও জীবন ক্লাব।

এদিকে নাটোরের লালপুরে বিষাক্ত সাপের কামড়ে মাহাবুল আলী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার রামান্দপুর গ্রামে এ ঘটনা ঘটে ওই যুবক একই গ্রামের ইসলামের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সাড়ে ৭টার সময় মাহাবুল বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিষাক্ত সাপ কামড় দিলে সে চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়ে। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম