শিক্ষা মন্ত্রণালয়কে প্রকল্পের কাজ দ্রুত শেষ করার সুপারিশ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সংসদ প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৩ পিএম
![শিক্ষা মন্ত্রণালয়কে প্রকল্পের কাজ দ্রুত শেষ করার সুপারিশ](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/09/12/image-717289-1694533428.jpg)
শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার সুপারিশ করেছে এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে জানানো হয়, ২০০৯-২০২৩ পর্যন্ত সময়ে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের আওতায় মোট ১৬৭টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। এর মধ্যে ১৪৫টি প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং অন্য প্রকল্পের কাজ বাস্তবায়নাধীন।
কমিটির সভাপতি সাগুফতা ইয়াসমিন এমিলি এতে সভাপতিত্ব করেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মো. আবদুস সোবহান মিয়া, গোলাম কিবরিয়া টিপু এবং মো. মহিউদ্দিন বাচ্চু বৈঠকে উপস্থিত ছিলেন।