Logo
Logo
×

অন্যান্য

ক্ষুধা নিরক্ষরতা দূরীকরণের অর্জন দৃশ্যমান: পরিকল্পনামন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৫ পিএম

ক্ষুধা নিরক্ষরতা দূরীকরণের অর্জন দৃশ্যমান: পরিকল্পনামন্ত্রী

সরকার ক্ষুধা, নিরক্ষরতা দূরীকরণে কাজ করেছে, আগামীতেও করবে। আর এই ক্ষুধা-নিরক্ষরতা দূরীকরণের অর্জন আমাদের কাছে দৃশ্যমান। গত দেড় দশকে আমরা অনেক এগিয়েছি। শিক্ষা, স্বাস্থ্য অনেক উন্নয়ন হয়েছে। গ্রামে গ্রামে উন্নয়ন পৌঁছে গেছে। কোথায় ছিলাম আমরা, আর এখন কোথায় আছি এটা পরিষ্কার বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। 

শনিবার রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত ‘মিডিয়া কম্পিটিশন ২০২৩’ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক, অতিরিক্ত সচিব মনোয়ার হোসেন, পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল কাদের, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর (অপারেশন্স) চন্দন জেড গোমেজ, ফিল্ড অপারেশনের উপ-পরিচালক মঞ্জু মারিয়া পালমা, প্রকল্প সমন্বয়ক শেখ সাইফুর রহমান প্রমুখ। এ সময় ‘মিডিয়া কম্পিটিশন ২০২৩’ বিজয়ী ৬ সাংবাদিককে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম