তারেক-জোবাইদার সাজা: বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ০৯:২৮ পিএম
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে দণ্ড দেওয়ার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার এসব কর্মসূচি পালন করা হয়। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর :
নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সম্পাদক অনিক মাহবুব চৌধুরী প্রমুখ। নাটোরে জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীনের সভাপতিত্বে সমাবেশ হয়েছে। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান শাহিন, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ।
গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ডা. ময়নুল হাসান সাদিক, শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, স্বেচ্ছাসেবক দলের নেতা ইলিয়াস আলী, জেলা বিএনপির সম্পাদক মাহমুদুন্নবী টিটুল। সুনামগঞ্জে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনা সমাবেশ হয়েছে। বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, জেলা বিএনপির সহসভাপতি নাদির আহমদ। মাগুরায় জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদ আদালত ঘোষিত রায়কে ‘ফরমায়েশি রায়’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন।
নড়াইলে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশ হয়েছে। বক্তব্য দেন জেলা বিএনপির সম্পাদক মো. মনিররুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলী হাসান ও মাহাবুব মোর্শেদ জাপল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আলেক। কুড়িগ্রামে জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্ব ও যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেলের পরিচালনায় সমাবেশ হয়েছে। বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ডা. ইউনুছ আলী।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিনের সভাপতিত্ব সমাবেশ হয়েছে। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন, যুগ্ম আহ্বায়ক আলী আজগর রিপন মল্লিক, একেএম ইরাদাত মানু, মো. শহিদুল ইসলাম, শহর বিএনপির সদস্য সচিব মাহবুব উল আলম স্বপন।
হবিগঞ্জে পথসভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক সাবেক মেয়র জিকে গউছ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী ও নুরুল ইসলাম। নোয়াখালীতে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে সম্পাদক এ আবদুর রহমান পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন জেলা যুবদলের সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দীন দুখু।