Logo
Logo
×

অন্যান্য

তিন ডিআইজির পদোন্নতি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০৯:২১ পিএম

তিন ডিআইজির পদোন্নতি

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। তাদেরকে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তাদেরকে ডিআইজি থেকে গ্রেড-২ এ পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করার কথা জানানো হয়।

অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হাবিবুর রহমান, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক (ডিআইজি) সেলিম মো. জাহাঙ্গীর এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।এই তিনজনকে নিয়ে বর্তমানে অতিরিক্ত আইজিপি হলেন ২২ জন।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম