Logo
Logo
×

অন্যান্য

তিন প্রকল্প বাস্তবায়নে সহায়তা দেবে এফএও, চুক্তি স্বাক্ষর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ১০:৫৬ পিএম

তিন প্রকল্প বাস্তবায়নে সহায়তা দেবে এফএও, চুক্তি স্বাক্ষর

তিন প্রকল্প বাস্তবায়নে সহায়তা দেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এ জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

বুধবার রাজধানীর আগারগাঁও ইআরডি সম্মেলন কক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং এফএও’র রিপ্রেজেনটেটিভ রবার্ট ডগলাস সিম্পসন। ইআরডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

প্রকল্প তিনটি হলো- এনাবেলিং ইনক্লুসিভ অ্যান্ড ইফেকটিভ ব্লেন্ডেড আনিভেসমেন্ট ইন এগ্রি-ফুড সিস্টেম ইন দ্য কনটেক্স অব দ্য হ্যান্ড ইন হ্যান্ড ইনিসিয়েটিভ প্রজেক্ট, ইনোভেটিভ অ্যাপ্রোচেস অব বেটার প্লান্ট প্রডাকশন এবং স্কেলিং-আপ ক্লাইমেট অ্যাকশন টু ইনহ্যান্স ন্যাশনালি ডিটারমাইন্ড কন্টিবিউশন্স অ্যান্ড ক্লাইমেট অ্যান্ড লাইভস্টক প্রজেক্ট।

এর মধ্যে প্রথম দুইটি প্রকল্প ফসল উপ-খাত এবং তৃতীয় প্রকল্পটি প্রাণিসম্পদ উপখাত থেকে ক্ষতিকারক গ্যাস নিঃসরণ নির্ণয়ে কারিগরি সহায়তা দেবে। ফসল উপখাতের দুইটি প্রকল্প বাস্তবায়ন করবে কৃষি মন্ত্রণালয়। এছাড়া প্রাণিসম্পদ উপ-খাতের প্রকল্প বাস্তবায়ন করবে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম