Logo
Logo
×

অন্যান্য

আসিয়ান সেক্রেটারি জেনারেলের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ১০:২৭ পিএম

আসিয়ান সেক্রেটারি জেনারেলের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের জোরালো ভূমিকা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। জাকার্তায় আসিয়ান সেক্রেটারি জেনারেল ডা. কাও কিম হার্নের সঙ্গে এক বৈঠকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতেও সহযোগিতা চেয়েছেন মন্ত্রী। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে দ্বিপক্ষীয় এই বৈঠকের বিষয়ে জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. মোমেন আসিয়ানের সেক্টরাল ডায়লগ পার্টনার হতে জোটটির সেক্রেটারি জেনারেলের সহযোগিতা চাইলে তিনি বাংলাদেশের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দেন।

পররাষ্ট্রমন্ত্রী হার্নকে বলেন, আসিয়ান ও সার্কের মধ্যে অবস্থিত হওয়ায় বাংলাদেশ আসিয়ান দেশগুলোর সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যাপক অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছে। সেক্টরাল ডায়ালগ পার্টনারের মর্যাদা পেলে বাংলাদেশ এ দুটি গুরুত্বপূর্ণ অঞ্চলের সেতুবন্ধনে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম