Logo
Logo
×

অন্যান্য

অনুপস্থিত ২ বছর, বেতন বাড়বে না সহকারী সচিবের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ১০:১৬ পিএম

অনুপস্থিত ২ বছর, বেতন বাড়বে না সহকারী সচিবের

বদলিকৃত কর্মস্থলে নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করা এবং বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অপরাধে দুই বছর বেতন বাড়বে না সহকারী সচিব বীর আমীর হামজার। তাকে এ শাস্তি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

আমীর হামজা বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার এবং বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, আমীর হামজার বিরুদ্ধে বিধি মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান না করা এবং বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা মোতাবেক অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা হয়। এরপর অভিযোগনামা ও অভিযোগ বিবরণী প্রণয়ন করে তার কাছে পাঠানো হয়।

লিখিত বক্তব্য ও ব্যক্তিগত শুনানি শেষে আমীর হামজার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত কর্মকর্তার দেওয়া প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আনা পলায়নের অভিযোগ প্রমাণিত হয়নি বলে প্রজ্ঞাপনে জানানো হয়। তবে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে বিধি মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান না করা এবং বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় আইনসঙ্গত কারণ ছাড়া সরকারের আদেশ, পরিপত্র এবং নির্দেশ অবজ্ঞাকরণের কারণে বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে।

এতে আরও জানানো হয়, বিধিমালা অনুযায়ী আমীর হামজা শাস্তি পাওয়ার যোগ্য। বিধিমালার ৪ (২)(খ) বিধি অনুযায়ী তার পরবর্তী বেতন বৃদ্ধির প্রাপ্যতার তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত রাখার লঘুদণ্ড দেওয়া হলো। ভবিষ্যতে বেতন বৃদ্ধির ক্ষেত্রে তিনি কোনো বকেয়া সুবিধা পাবেন না বলে প্রজ্ঞাপনে উল্লে­খ করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম