Logo
Logo
×

অন্যান্য

‘জঙ্গি হামলার তথ্য না থাকলেও অতীত অভিজ্ঞতা ভুলে যাইনি, প্রস্তুত আছি’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ জুন ২০২৩, ০৭:০৭ পিএম

‘জঙ্গি হামলার তথ্য না থাকলেও অতীত অভিজ্ঞতা ভুলে যাইনি, প্রস্তুত আছি’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, মুসল্লিদের জন্য থাকছে কয়েক স্তরের নিরাপত্তা।জঙ্গি হামলার শঙ্কা নেই। তবে অতীত অভিজ্ঞতার আলোকে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার জাতীয় ঈদগাদে ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, ঈদের সময় ফাঁকা রাজধানীর নিরাপত্তাও জোরদার করা হয়েছে। পাড়া-মহল্লায় বাড়ানো হয়েছে নজরদারি।

গত একমাসে পেশাদার অপরাধীদের গ্রেফতার করায় চুরি বা ছিনতাইয়ের মতো ঘটনার সম্ভাবনা কম বলে দাবি করেন তিনি।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। কিন্তু আমরা অতীত অভিজ্ঞতা ভুলে যাইনি, জঙ্গি হামলা মোকাবিলার জন্য জনগণের নিরাপত্তা বিধানে আমরা প্রস্তুত। আমরা কয়েক স্তরে পুলিশি ব্যবস্থা রেখেছি, সিসি ক্যামেরা সচল রেখেছি। বাড়িঘরের সিকিউরিটি গার্ডদের সঙ্গে আমাদের মোবাইল গ্রুপগুলোর সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। কোনো প্রয়োজনে পুলিশকে বা ৯৯৯-এ ফোন করা যাবে। সেক্ষেত্রে পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।

অন্যদিকে জাতীয় ঈদগাহ পরিদর্শন করে র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, সারা দেশে ঈদ জামাতের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম