Logo
Logo
×

অন্যান্য

যুক্তরাষ্ট্রের ভোট নিয়েও অনেক অভিযোগ রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২১ জুন ২০২৩, ১০:৫২ পিএম

যুক্তরাষ্ট্রের ভোট নিয়েও অনেক অভিযোগ রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

বাংলাদেশের ভোট নিয়ে মার্কিনিদের মাতব্বরির কিছু নেই বলে দাবি করেছেন পর পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। এ সময় তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভোট নিয়েও অনেক অভিযোগ রয়েছে।

মন্ত্রী বুধবার সকালে সিলেট সিটির ভোট কেন্দ্রে আসেন এবং ভোট দেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে নির্বাচনি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এসব কথা বলেন। 

সিলেট নগরীর বন্দরবাজার এলাকার দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। তিনি বলেন, বিএনপির আমলে প্রচুর ভুয়া ভোট পড়ত। আমরা ইভিএম পদ্ধতি এনে ভুয়া ভোট বন্ধ করে দিয়েছি। ইভিএমে ভোট দিলাম, খুব ভালো লাগছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৃষ্টি হলে ভোট কেন্দ্রে আসতে সমস্যা হতো। বৃষ্টি না থাকায় পরিবেশ অনেক সুন্দর। মন্ত্রী বলেন, সিলেটের লোকজন একটু দেরিতে ঘুম থেকে ওঠেন। দুপুরের পর দেখা যাবে অনেক মানুষ ভোট দিতে আসছেন। তিনি বলেন, যারা হারবেন বা জিতবেন প্রত্যেকের জন্যই শুভ কামনা। আওয়ামী লীগ জেতার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম